৫৭-তেও মাধুরীর কমেনি সৌন্দর্য, এখনো রাজ করেন ভক্তদের হৃদয়ে
সময় যেন থমকে আছে তার হাসিতে। চোখে সেই চিরচেনা উজ্জ্বলতা, মুখভর্তি প্রাণবন্ততা, আরেকটু তাকালেই বোঝা যায়-এ যেন বলিউডের সেই মাধুরী দীক্ষিত, যিনি একসময় ‘ধক ধক গার্ল’ নামে ঘুম কেড়েছেন হাজারো তরুণের। আজ মাধুরী দীক্ষিতের ৫৭তম জন্মদিন। অথচ বয়সকে যেন তিনি বরাবরই পাত্তা দেননি। এখনো তিনি ভক্তদের হৃদয়ে একই রকমভাবে জ্বলজ্বলে ও মোহময়ী। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
নব্বই দশকে যারা বড় হয়েছেন, তাদের চোখে ‘এক দো তিন’, ‘হাম আপকে হ্যাঁয় কৌন’, ‘দিওয়ানা মুঝসা নেহি’ কিংবা ‘বেটা’ সিনেমার দৃশ্য এখনো জীবন্ত। কিন্তু শুধু সেসব সিনেমায় নয়, মাধুরীর ক্যারিয়ার যেন নিজেই এক রঙিন ইতিহাস; যেখানে রয়েছে অভিনয়ের গভীরতা, নাচের সৌন্দর্য, আর স্টাইলের সাবলীল ছাপ।
-
বহু নতুন মুখ আসলেও মাধুরীর ক্যারিশমা আজও অমলিন।
-
‘দেবদাস’ এ চন্দ্রমুখী হয়ে যেমন তিনি মুগ্ধ করেছেন, তেমনি ‘কলঙ্ক’ কিংবা ওয়েব প্ল্যাটফর্মে ‘দ্য ফেম গেম’-এও নিজের দ্যুতি ছড়িয়েছেন সাবলীলভাবে।
-
ভক্তদের মতে, মাধুরী শুধু একজন নায়িকা নন; তিনি একটি অনুভব, এক ধরনের পরিশুদ্ধ সৌন্দর্যবোধ।
-
সৌন্দর্য শব্দটির সঙ্গে বহুদিন ধরেই মিশে আছে মাধুরীর নাম। তবে তা কেবল বাহ্যিক সৌন্দর্য নয়; তার ব্যক্তিত্ব, নম্রতা, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের মিলনেই তৈরি এক অনন্য মোহ। চেহারায় বয়সের ছাপ পড়লেও তার সৌন্দর্যে এর প্রভাব পরেনি।
-
ফ্যাশনে তিনি আজও সমান আধুনিক, শাড়ি থেকে ওয়েস্টার্ন সব লুকেই রয়েছে তার আধিপত্য।
-
শুধু অভিনয় ও ফ্যাশনই নয়, নাচের মাধ্যমে চরিত্রের আবেগ ফুটিয়ে তোলার যে দক্ষতা মাধুরীর ছিল, তা এখনো অতুলনীয়। ‘চোলি কে পেছ’ থেকে ‘আরা রা রা’, কিংবা ‘মার ডালা’ তার প্রতিটি স্টেপ আজও অনুপ্রেরণা।
-
সময়ের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও দারুণ সরব এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার রিলস, বাচ্চাদের সঙ্গে মজার মুহূর্ত কিংবা ট্র্যাডিশনাল সাজে ছবি, সবই যেন এক নতুন মাধুরীকে চিনিয়ে দেয়। যিনি কখনোই কৃত্রিম হন না, বরং সময়কে আপন করে তোলেন।