৫৭-তেও মাধুরীর কমেনি সৌন্দর্য, এখনো রাজ করেন ভক্তদের হৃদয়ে

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৫ মে ২০২৫ আপডেট: ০১:৩০ পিএম, ১৫ মে ২০২৫

সময় যেন থমকে আছে তার হাসিতে। চোখে সেই চিরচেনা উজ্জ্বলতা, মুখভর্তি প্রাণবন্ততা, আরেকটু তাকালেই বোঝা যায়-এ যেন বলিউডের সেই মাধুরী দীক্ষিত, যিনি একসময় ‘ধক ধক গার্ল’ নামে ঘুম কেড়েছেন হাজারো তরুণের। আজ মাধুরী দীক্ষিতের ৫৭তম জন্মদিন। অথচ বয়সকে যেন তিনি বরাবরই পাত্তা দেননি। এখনো তিনি ভক্তদের হৃদয়ে একই রকমভাবে জ্বলজ্বলে ও মোহময়ী। ছবি: ইনস্টাগ্রাম থেকে