এখনো রূপে-ছন্দে ভক্তদের হার্টথ্রব সোনাল
চোখে স্বপ্ন, মুখে আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বে এক অনন্য দীপ্তি এই তিনে ভরপুর সোনাল চৌহান। ২০০৮ সালে ‘জান্নাত’ ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন এই তন্বী অভিনেত্রী। সিনেমার স্ক্রিনজুড়ে ছিল এক অপার্থিব উপস্থিতি, যা দর্শকের হৃদয়ে চিরস্থায়ী হয়ে গেছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
আজ এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম তার।
-
সোনাল চৌহান শুধুই একজন অভিনেত্রী নন, ফ্যাশন আইকন, সোশ্যাল মিডিয়া সেনসেশন এবং ভক্তদের চোখে এক ‘টাইমলেস বিউটি’।
-
২০০৫ সালে ‘মিস ওয়ার্ল্ড ট্যুরিজম’ খেতাব জেতা ছিল তার প্রথম বড় মাইলফলক। ক্যামেরার সামনে তার সহজ ভঙ্গি, আত্মবিশ্বাসী অভিব্যক্তি আর রুচিশীল ফ্যাশন সেন্স তাকে আলাদা করে তুলেছিল শুরু থেকেই।
-
বলিউডের পাশাপাশি তেলেগু এবং কন্নড় সিনেমাতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি।
-
বর্তমান সময়ে সোনাল নিয়মিত বড় পর্দায় নেই, তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। লাইফস্টাইল, ফিটনেস, ফ্যাশন এবং ভ্রমণের ছবি আর ছোট ছোট ক্যাপশনে আজকের তরুণীদের জন্য তিনি হয়ে উঠেছেন এক ইনস্পিরেশন।