গ্রীষ্মের ঝলমলে আলোয় মনামীর রঙিন দুপুর
চল্লিশ পেরিয়ে গিয়েছেন অনেক আগেই, কিন্তু মনামী ঘোষ যেন বয়সকে থামিয়ে রেখেছেন নিজস্ব ছন্দে। টালিউডের এই চিরসবুজ তারকা বারবার প্রমাণ করে দিচ্ছেন আকর্ষণ শুধু চেহারার নয়, স্টাইল আর আত্মবিশ্বাসেরও বিষয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্য পোস্ট করা একটি ফটোসেশনে মনামী ধরা দিয়েছেন এক অনন্য লুকে। আকাশী নীল স্লিভলেস ব্লাউজ আর বেগুনি শাড়ির অসাধারণ মেলবন্ধন যেন রঙের খেলায় হারিয়ে যাওয়ার আহ্বান। শাড়িতে ছড়িয়ে থাকা নানান রঙের ছটা, ঠিক যেন গ্রীষ্মের বিকেলের আলো-ছায়া।
-
ছবির ক্যাপশনে মনামী লিখেছেন ‘গ্রীষ্মের বিকেলে খোশগল্পের ঠেক’। এই একটি লাইনে যেন ধরা পড়েছে তার সহজাত প্রাণচাঞ্চল্য আর মিষ্টি বাঙালিয়ানার সৌন্দর্য।
-
জবা ফুল কানে গোঁজা, চুলে হালকা কার্লস, আর মুখে সেই চেনা হাসি যা যেকোনো মুহূর্তকে করে তোলে স্নিগ্ধ। চোখে ঘন কাজল, লাল টিপ, আর স্টেটমেন্ট আংটির সঙ্গে কোমরে পরা মিনিমাল ডিজাইনের বিছা সব মিলিয়ে এক নিখুঁত এথনিক সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছেন মনামী।
-
মনামীর শাড়ির স্টাইলিং বরাবরই অনন্য। তার ফ্যাশনে থাকে সাবলীলতা, আত্মবিশ্বাস আর এক গভীর রুচির ছাপ।
-
মনামী ঘোষ নিজের বয়স নিয়ে লুকোছাপা করেন না, বরং আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করেন নিজেকে। আর তাতেই তিনি হয়ে ওঠেন আরও বেশি আকর্ষণীয়। ঈর্ষণীয় ফিটনেস আর প্রাণবন্ত উপস্থিতিতে তিনি যেন কৈশোর আর পরিপক্বতার এক মধুর মিশ্রণ।