এনটিআর শুধু পর্দার নায়ক নয়, বাস্তবেও এক কিংবদন্তি
তেলুগু সিনেমার মহাতারকা এন. টি. রামা রাও জুনিয়রের জন্মদিন আজ। ১৯৮৩ সালের এই দিনে ভারতের হায়দরাবাদে (তৎকালীন অন্ধ্র প্রদেশ, বর্তমানে তেলেঙ্গানা) জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
এনটিআর শুধু নায়ক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেননি, হয়ে উঠেছেন একটি প্রজন্মের অনুপ্রেরণা, আবেগ এবং কোটি মানুষের কাছে জীবন্ত কিংবদন্তি।
-
তেলুগু সিনেমার পুরোধা ব্যক্তিত্ব এন. টি. রামা রাও-এর নাতি এবং হরিকৃষ্ণার ছেলে জুনিয়র এনটিআর জন্মসূত্রে পেয়েছেন চলচ্চিত্র ও নেতৃত্বের উত্তরাধিকার। কিন্তু তিনি প্রমাণ করেছেন উত্তরাধিকার শুধু শুরু, শেষ নয়।
-
মাত্র ৮ বছর বয়সে ‘ব্রহ্মর্ষি বিশ্বামিত্র’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এরপর ‘স্টুডেন্ট নম্বর ওয়ান’, ‘আদি’, ‘সিংহদ্রি’, ‘টেম্পার’ থেকে ‘আরআরআর’ প্রতিটি সিনেমায় তিনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
-
জুনিয়র এনটিআর এর পর্দার উপস্থিতি তুমুল শক্তিশালী। তার চোখের চাহনি, সংলাপ বলার স্টাইল, অ্যাকশন সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক পরিপূর্ণ তারকা। তবে তার সবচেয়ে বড় গুণ নম্রতা ও মানবিকতা।
-
নানা সামাজিক উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং সহকর্মীদের পাশে দাঁড়ানোর ঘটনায় তিনি দেখিয়েছেন একজন সত্যিকারের নায়ক কীভাবে মানুষের মন ছুঁয়ে যেতে পারেন।