গল্প বলেই সমাজ বদলে দেন শিবপ্রসাদ
বাংলা চলচ্চিত্রে যখন গল্প হারাতে বসেছিল, তিনি ফিরিয়ে আনলেন ‘মানুষের গল্প’। চটকদার সংলাপ আর প্রযুক্তির ঝলক নয়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা হৃদয়ের কথায় কথা বলে। আজ এই গুণী নির্মাতার জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে কলকাতায় জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
গুণী এই নির্মাতার পড়াশোনা সেন্ট লরেন্স স্কুল ও পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইংরেজির অধ্যাপক হিসেবেই পেশা শুরু করেছিলেন, কিন্তু ভেতরে জমে থাকা গল্প বলার তাড়না তাকে টেনে আনে পর্দার পেছনে। নাটক আর গণমাধ্যমের হাত ধরে ধীরে ধীরে উঠে আসেন চলচ্চিত্র পরিচালনায়।
-
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের যুগল পরিচালনায় তৈরি হয়েছে একের পর এক সমাজমুখী সিনেমা। ‘ইচ্ছে’, ‘অলিক সুখ’, ‘রামধনু’, ‘হামি’, ‘কণ্ঠ’ কিংবা ‘বেলাশুরু’ প্রতিটি ছবির কেন্দ্রে ছিল সাধারণ মানুষের অসাধারণ গল্প।
-
তার গল্পে পারিবারিক টানাপোড়েন, সম্পর্কের সূক্ষ্মতা কিংবা শিশুদের মনোজগৎ সবই উঠে এসেছে অত্যন্ত আন্তরিকভাবে।
-
শিবপ্রসাদের সিনেমা শুধুই বাণিজ্যিকভাবে সফল নয়, দর্শকদের মনে জাগিয়েছে আলোড়ন। যেসব গল্প উপেক্ষিত থাকে, সেগুলোকেই তিনি তুলে আনেন সম্মানের জায়গায়। তার প্রতিটি চলচ্চিত্র একধরনের মনস্তাত্ত্বিক যোগাযোগ তৈরি করে দর্শক যেন পর্দার চরিত্রে নিজেকে খুঁজে পায়।
-
শুধু পরিচালক নন, অভিনেতা, প্রযোজক, এমনকি সমাজকর্মী হিসেবেও নিজেকে বারবার প্রমাণ করেছেন শিবপ্রসাদ। উইন্ডোজ প্রোডাকশনের মাধ্যমে বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিয়েছেন।