জন্মদিনে দেখুন কনীনিকার বিশেষ কিছু ছবি

প্রকাশিত: ০১:১৩ পিএম, ২১ মে ২০২৫ আপডেট: ০১:১৩ পিএম, ২১ মে ২০২৫

জন্মদিন মানেই একটুখানি আলাদা আলোয় নিজেকে ফিরে দেখা। আর সেই মানুষটি যদি হয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় তাহলে তো কথাই নেই। অভিনয়ের নীরব অথচ গভীর এক মুখ তিনি, যিনি চরিত্রের অন্তরালে থেকেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নিজস্ব অভিনয়ভঙ্গিমা আর মিষ্টি ব্যক্তিত্ব দিয়ে। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে চোখ বুলিয়ে নিন কনীনিকার সরল সৌন্দর্যে। ছবি: ফেসবুক থেকে