জন্মদিনে দেখুন কনীনিকার বিশেষ কিছু ছবি
জন্মদিন মানেই একটুখানি আলাদা আলোয় নিজেকে ফিরে দেখা। আর সেই মানুষটি যদি হয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় তাহলে তো কথাই নেই। অভিনয়ের নীরব অথচ গভীর এক মুখ তিনি, যিনি চরিত্রের অন্তরালে থেকেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নিজস্ব অভিনয়ভঙ্গিমা আর মিষ্টি ব্যক্তিত্ব দিয়ে। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে চোখ বুলিয়ে নিন কনীনিকার সরল সৌন্দর্যে। ছবি: ফেসবুক থেকে
-
১৯৮০ সালের এই দিনে কলকাতায় জন্ম তার। ছোটবেলা থেকেই শিল্প-সাহিত্য-সংস্কৃতির আবহে বড় হয়েছেন তিনি। তার বাবা কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন একজন সংস্কৃতিমনা গৃহিণী।
-
কনীনিকার বেড়ে ওঠা এক ঘরোয়া পরিবেশে, যেখানে সাহিত্যের বই, রবীন্দ্রসংগীত, নাটক ছিল নিত্যসঙ্গী। স্কুলজীবন থেকেই মঞ্চে অভিনয় করেছেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
-
কনীনিকার অভিনয় যাত্রা শুরু হয় ছোটপর্দা দিয়ে। প্রথম থেকেই তার অভিনয়ে ছিল আত্মবিশ্বাস ও প্রাকৃতিক ছন্দ। খুব অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের নজর কাড়েন। তার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘এক আকাশের নিচে’। পরে আরও অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন যেমন ‘অপরাজিতা’, ‘নীলাক্ষি’, ‘অন্তরালে’, ‘আলোছায়া’ প্রভৃতি।
-
ছোটপর্দার পাশাপাশি কনীনিকা কাজ করেছেন বড় পর্দাতেও। রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রে তার সাবলীল অভিনয় দিয়ে। গৌতম ঘোষের পরিচালনায় ‘ডেকাচি’ কিংবা ঋতুপর্ণ ঘোষের সিনেমায় ছোট চরিত্রেও তিনি নজর কেড়েছেন তার অভিনয়শৈলী দিয়ে।
-
কনীনিকার সৌন্দর্য আলাদা করে বলার মতো। তার চোখে এক ধরনের ভাবুকতা, কথার ভঙ্গিতে নরম অথচ দৃঢ় আত্মবিশ্বাস। তিনি কখনো চকচকে গ্ল্যামারের পেছনে ছুটে যাননি। বরং তার সাজগোজ, উপস্থিতি সবসময়েই রুচিশীল ও পরিমিত। একান্ত স্বকীয়তায় তিনি আজও আলাদা করে চেনা মুখ।
-
অভিনেত্রীর স্টাইল খুবই সাবলীল, একটি শাড়ি বা সাদামাটা পোশাকেও তিনি অনায়াসে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।
-
তার ব্যক্তিত্বে রয়েছে এক ধরনের ভরসা, যা শুধু সৌন্দর্য দিয়ে সম্ভব নয়, বরং আসে একজন শিল্পীর অন্তরসত্তা থেকে।
-
বর্তমানে কনীনিকা নিয়মিতভাবে টিভি ও ওয়েব সিরিজে কাজ করছেন। পাশাপাশি নানা থিয়েটার প্রজেক্ট ও সমাজসেবামূলক কাজেও যুক্ত রয়েছেন।