কান রেড কার্পেটে জাহ্নবীর ঝলক
কান ফিল্ম ফেস্টিভাল। শুধু সিনেমার উৎসব নয়, এ যেন এক রাজকীয় ফ্যাশনের মহোৎসব। আর সেই মঞ্চে প্রথমবারের মতো পা রাখলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বহুদিন ধরেই তার গ্ল্যামার ও অভিনয়ের ছাপ বলিউডে আলোচনার বিষয় ছিল, এবার সেই আলো ছড়িয়ে দিলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রেড কার্পেটেও। তবে শুধু উপস্থিতি নয়, তার পরনের পোশাকেও ছিল এক অভিজাতের ছোঁয়া; যেখানে ভারতীয় ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণ। ছবি: তারুণ তাহিলিয়ানির ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম থেকে
-
জাহ্নবীর কান অভিষেকের পোশাকটি ডিজাইন করেছেন ভারতীয় কাস্টম ডিজাইনার তারুণ তাহিলিয়ানি। কিন্তু শুধু ডিজাইনারের নাম বললেই এ পোশাকের গুরুত্ব বোঝা যাবে না।
-
এটি একধরনের ‘হ্যান্ডক্রাফটেড হেরিটেজ’, যেখানে বেনারসের তাঁতির পরিশ্রম আর ভারতীয় নারীর আত্মবিশ্বাস মিলেমিশে একাকার হয়েছে।
-
বেনারসে হাতে বোনা রিয়েল টিস্যু দিয়ে তৈরি এই স্কার্ট ও করসেটে ছিল হ্যান্ড-ক্রাশড টেক্সচার, যা কাপড়ে এক আলাদা সৌন্দর্য যোগ করেছে। এর সঙ্গে যুক্ত ছিল তাহিলিয়ানির সিগনেচার ড্রেপ ডিজাইন, যা পোশাকটিকে দিয়েছে ভাস্কর্যের মতো গঠন এবং এক ধরনের নান্দনিক চলন।
-
সবচেয়ে চোখে পড়ার মতো অংশ ছিল পোশাকের নিচের দিকের কাঁচা-আনকাট প্রান্ত, যা ইচ্ছাকৃতভাবেই অপরিবর্তিত রাখা হয়েছে। এতে ফুটে উঠেছে বুননের আদি সৌন্দর্য ও ভারতীয় তাঁতের প্রতি শ্রদ্ধা।
-
কান ফেস্টিভালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জাহ্নবী শুধু স্টাইল নয়, বরং ভারতীয় কারুশিল্প ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেছেন। তার এই পোশাক যেন বলে-ফ্যাশন কেবল ট্রেন্ড নয়, নিজের শিকড়কে গর্বের সঙ্গে ধারণ করার এক উপায়।