ঐশ্বরিয়ার বেনারসিতে কান মাত, সিঁদুরে ছিল প্রেমের ছোঁয়া

প্রকাশিত: ১২:০৪ পিএম, ২২ মে ২০২৫ আপডেট: ১২:০৪ পিএম, ২২ মে ২০২৫

বলিউডের চিরচেনা সৌন্দর্যের মূর্ত প্রতীক, সাবেক বিশ্ব সুন্দরী এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের সম্পর্ক বিশেষ কিছু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লরিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি সময়ের সঙ্গে কানের এই মহোৎসবের অঘোষিত ও অপ্রতিদ্বন্দ্বী রানীতে পরিণত হয়েছেন। যদিও এবারের উৎসবে তার আগমন দেরিতে হয়েছে, তবুও অপেক্ষার ফল মিলেছে এক মায়াময় লুকে। ভারতের প্রসিদ্ধ ডিজাইনার মনীষ মালহোত্রার তৈরি চোখজুড়ানো আইভরি অনসম্বলে ঐশ্বরিয়া যেন সম্পূর্ণ ট্র্যাডিশনাল আভায় মোড়ানো। বেনারসি শাড়ির ঐশ্বর্য, ম্যাচিং ওড়নার কোমলতা আর রুবি পাথরের ঝলমলে গয়নার সঙ্গে সিঁদুরের লালিমা যেন আরও বেশি প্রাণবন্ত করেছে এই রূপকে। এতদিনের নানা জল্পনা-কল্পনার সমাপ্তি ঘটিয়ে এই লুক একদম নতুন অধ্যায় লিখেছে ঐশ্বরিয়ার কান যাত্রায়। এক নজরে দেখে নিন কানের এই রাজসিক রানীর সোনালী মুহূর্তগুলো। ছবি: ইনস্টাগ্রাম থেকে