সাগরপাড়ে রূপের ঢেউ তুললেন জাহ্নবী

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২২ মে ২০২৫ আপডেট: ০২:২৫ পিএম, ২২ মে ২০২৫

সমুদ্রের বাতাসে ওড়ে তার গাউন, সূর্যরশ্মিতে ঝলমল করে ওঠে সোনালি কাজের প্রতিটি সূক্ষ্ম রেখা। ফরাসি রিভিয়েরার নীল আকাশ ও প্রশান্ত সাগরপাড়কে সাক্ষী রেখে জাহ্নবী কাপুর যেন এক জীবন্ত রাজকন্যা। তার উপস্থিতি শুধু ফ্যাশন নয়, এক নিখুঁত শিল্পরূপ। খোলা পিঠ আর চুম্বকীয় দৃষ্টির সেই মুহূর্তগুলোতে ফুটে উঠেছে আত্মবিশ্বাস আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন। কান উৎসবে এই ফ্যাশন-চয়ন, শুধু সাজ নয়-এ যেন এক নিঃশব্দ অথচ অনবদ্য অভিব্যক্তি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে