সাগরপাড়ে রূপের ঢেউ তুললেন জাহ্নবী
সমুদ্রের বাতাসে ওড়ে তার গাউন, সূর্যরশ্মিতে ঝলমল করে ওঠে সোনালি কাজের প্রতিটি সূক্ষ্ম রেখা। ফরাসি রিভিয়েরার নীল আকাশ ও প্রশান্ত সাগরপাড়কে সাক্ষী রেখে জাহ্নবী কাপুর যেন এক জীবন্ত রাজকন্যা। তার উপস্থিতি শুধু ফ্যাশন নয়, এক নিখুঁত শিল্পরূপ। খোলা পিঠ আর চুম্বকীয় দৃষ্টির সেই মুহূর্তগুলোতে ফুটে উঠেছে আত্মবিশ্বাস আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন। কান উৎসবে এই ফ্যাশন-চয়ন, শুধু সাজ নয়-এ যেন এক নিঃশব্দ অথচ অনবদ্য অভিব্যক্তি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
জাহ্নবী পরেছিল মিন্ট সবুজ রঙের দীর্ঘ ট্রেইলিং গাউন, যার বডিসে ছিল সূক্ষ্ম স্বর্ণালী কাজ। তার পরনে থাকা এই কাস্টম গাউনটি তৈরি করেছেন বিখ্যাত ডিজাইনার তারুণ তাহিলিয়ানি, যিনি ভারতের ঐতিহ্যবাহী বুনন আর আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটাতে সিদ্ধহস্ত।
-
গাউনের টিস্যু কাপড় হাতে বোনা, আর এর ব্যাকলেস কাট ও ঝরনা-ছোঁয়া ট্রেইন ছিল একেবারেই নজরকাড়া।
-
সাজেও ছিল নিখুঁত ভারসাম্য। কানে ঝুলন্ত ঝুমকা, হাতে ভারি বাঙলস আর ন্যূনতম মেকআপ; সব মিলিয়ে তার লুক ছিল রাজকীয় অথচ সূক্ষ্ম।
-
চোখে হালকা স্মোকি টাচ, ঠোঁটে কোমল পিংক শেড, আর চুল বাঁধা ছিল ঘরোয়া অথচ পরিপাটি খোঁপায়। এমন সাজে জাহ্নবী যেন শুধু ফ্যাশন নয়, নারীত্বের এক নান্দনিক প্রকাশ।
-
অভিনেত্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে তাকে কখনো দেখা যাচ্ছে নারিকেল গাছের ছায়ায়, কখনো রৌদ্রোজ্জ্বল সাগরতীরে। প্রতিটি দৃশ্যেই তার চোখে মুখে এক অভিজাত দীপ্তি।