দ্বিতীয় লুকেও মুগ্ধ করলেন ঐশ্বরিয়া
লালগালিচায় ঐশ্বরিয়া রাই মানেই যেন এক ভিন্নমাত্রার উজ্জ্বলতা। কান চলচ্চিত্র উৎসবের পুরোনো অতিথিদের তালিকায় অন্যতম এই বলিউড অভিনেত্রী। এবারের কানের প্রথম লুকে শাড়ি আর রুবি পাথরের ঝলমলে গয়নায় আলো কাড়ার পর, দ্বিতীয়বারের মতো হাজির হয়ে আবারও প্রমাণ করলেন গ্ল্যামার আর গ্রেস একসঙ্গে কীভাবে ধরা দেয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
চেনা সেই ঐশ্বরিয়া, তবে সাজে নতুন চমক। ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তর ডিজাইন করা এক স্ট্র্যাপলেস ভেলভেট গাউনে হাজির হন তিনি। পুরো কালো পোশাকজুড়ে ছিল রুপালি সিকুইনের কাজ, আর তার সঙ্গে ছিল কাঁধ থেকে মাটি পর্যন্ত নেমে আসা চোখধাঁধানো কেপ।
-
হাতে তৈরি বেনারসি ব্রোকেড কেপটির পেছনে সুতার কাজ করা গীতার শ্লোক ‘কর্মে মন দাও, ফলে নয়।’ পশ্চিমা পোশাকে এমন দার্শনিক বার্তা বয়ে আনা নিঃসন্দেহে সাহসী আর ব্যতিক্রমী এক স্টেটমেন্ট।
-
ঐশ্বরিয়ার এই লুকে আরও নজর কেড়েছে ‘রেড লিপ’ মেকআপ। তাতে তার চেহারার গ্ল্যামার যেন দ্বিগুণ হয়ে উঠেছে। চুলে রাখা হয়েছে সফট কার্ল, সাজে যুক্ত করা হয়েছে মিনিমাল হীরার দুল ও আংটি।
-
এবার তার সঙ্গী ছিল মেয়ে আরাধ্য। ভিডিওতে দেখা যায়, অল ব্ল্যাক লুকে মায়ের হাত ধরে হাঁটছেন তিনি। যেন নতুন প্রজন্মের ফ্যাশন আইকনের উঁকি।
-
২০০২ সাল থেকে কানের নিয়মিত অতিথি ঐশ্বরিয়া রাই, যিনি একসময় মায়ের সঙ্গে লালগালিচায় হেঁটেছেন, এখন পাশে আছেন নিজের মেয়ে।
-
যুগ বদলায়, সঙ্গী বদলায়, কিন্তু ঐশ্বরিয়ার স্টারডম কখনো ম্লান হয় না। দ্বিতীয় লুকেও তা প্রমাণ করলেন তিনি।