স্টারডম নয়, স্টাইলেই বাজিমাত করলেন আলিয়া
লরিয়াল গার্ল আর বলিউডের প্রাণপ্রিয় ‘সুইটহার্ট’ আলিয়া ভাটের কান অভিষেক নিয়ে উত্তেজনার কমতি ছিল না। অনেকেই অপেক্ষায় ছিলেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী কীভাবে হাজির হবেন লালগালিচায়। যুদ্ধাবস্থার মধ্যেও যে অভিনেত্রী অভিনয় দিয়ে মন কাড়েন, তিনি এবার স্টাইল দিয়েও বাজিমাত করলেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
স্ক্যাপারেল্লির স্প্রিং-সামার ওত কুতুর কালেকশন থেকে তৈরি মারমেইড স্টাইল গাউনটি ছিল একদম স্বপ্নময়। ন্যুড অরগাঞ্জা ফ্যাব্রিকের ওপর ফুলেল হাতের কাজ, একদিকে কোমল অন্যদিকে রাজকীয়।
-
গাউনের অফ-শোল্ডার ডিজাইন ও ড্রেপড হার্ট-নেকলাইন আলিয়ার টোনড ফিগারকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। প্রতিটি ভাজে ছিল নান্দনিকতার ছোঁয়া।
-
এই এলিগ্যান্ট লুকের সঙ্গে তিনি নিয়েছেন ডিউই স্কিন ফিনিশ মেকআপ, ন্যুড লিপ আর স্লিক আপডু হেয়ারস্টাইল। একেবারে মিনিমাল অথচ নজরকাড়া।
-
আর পুরো এই স্টাইল ম্যাজিকের নেপথ্যে যিনি, তিনি হলেন রিয়া কাপুর। তার স্টাইলিংয়ে আলিয়ার লুক যেন পরিণত হয়েছে এক নিখুঁত শিল্পকর্মে।
-
রেড কার্পেটে এমন আত্মপ্রকাশ কজনের হয়? কান-অভিষেকেই আলিয়া বুঝিয়ে দিলেন তিনি শুধুই অভিনেত্রী নন, স্টাইল আইকনও বটে।