স্টাইল আর স্মার্টনেসে কান মাতালেন ‘লাপাতা লেডি’
বলিউডে বাজিমাতের পর এবার কানে বাজিমাত করলেন ‘লাপাতা লেডিস’ খ্যাত কিশোরী অভিনেত্রী নিতানশি গোয়েল। বয়সের তুলনায় পরিপক্ব স্টাইল সেন্স, ক্যারিশমাটিক উপস্থিতি আর মিনিমাল অথচ আইকনিক ফ্যাশন চয়েজ সব মিলিয়ে কানের রেড কার্পেটে ঠিক যেন রাজকুমারীর মতো ধরা দিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
বলিউডের পর এবার আন্তর্জাতিক ফ্যাশনমঞ্চেও নিজের স্বতন্ত্রতা স্পষ্ট করে দিলেন এই উঠতি তারকা। তার পরনে ছিল কাস্টম ডিজাইনের স্টেটমেন্ট লেহেঙ্গা, এলিগ্যান্ট গাউন আর চোখে পড়ার মতো অ্যাকসেসরিজ। বলিউডের ডিভাদের ছবি মাথায়, আস্থা নিজের ভেতরের শক্তিতে এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হলো এক ইউনিক কান-লুক, যা চোখে লেগে থাকার মতো।
-
নিতানশির কান যাত্রা শুরু হয় এক নাজুক নজরকাড়া লেহেঙ্গা লুকে। জেড বাই মনিকা অ্যান্ড কারিশমা লেবেলের এই হ্যান্ডক্রাফটেড সাদা লেহেঙ্গাটি পুঁতি, মুক্তা আর ফুলেল এমব্রয়ডারিতে ছিল পরিপূর্ণ।
-
পুরো লুকের হাইলাইট ছিল পেছনে লম্বা ওড়নার মতো এক্সটেনশন, যেন কোনো রাজকুমারীর ট্রেনড গাউন।
-
সবচেয়ে চমকপ্রদ ছিল হেয়ার অ্যাকসেসরি, যেখানে ঝুলছিল বলিউডের আইকনিক ডিভাদের মুখ! একসঙ্গে ট্রিবিউট আর ফ্যাশন দারুণ এক ফিউশন।
-
নিতানশির দ্বিতীয় লুক ছিল একেবারে মডার্ন প্রিন্সেসের মতো। এবারও বেছে নিয়েছেন জেড বাই মনিকা অ্যান্ড কারিশমা, তবে ভিন্ন ঢঙে।
-
একটি স্ট্র্যাপলেস ব্ল্যাক গাউনে ঝলকানির ছোঁয়া এনে দিয়েছেন সোনালি এমব্রয়ডারিতে।
-
স্লিক হেয়ার আপডু, মিনিমাল জুয়েলারি ও সাবলীল মেকআপে নিজের কিশোরী রূপকে ধরে রেখেছেন অনবদ্যভাবে।
-
তৃতীয় লুকটি যেন ঠিক কোনো ফেয়ারিটেল থেকে উঠে আসা। প্যাস্টেল নীল রঙের এই মিনিড্রেসটি এসেছে ‘পাপা ডোন্ট প্রিচ বাই শুভিকা’ লেবেল থেকে।
-
ড্রেসটির ব্যাক ছিল পুরোপুরি ওপেন। কিন্তু নজর কেড়েছে পেছনের জায়ান্ট সাইজের প্যাস্টেল বো, যা ছিল পুরো লুকের কেন্দ্রবিন্দু।
-
দারুণ এই ড্রেসটির সঙ্গে মানানসই ব্লু ব্লক হিল, ঝুলন্ত ইয়ার রিং, আর ঢেউ খেলানো একঢাল চুল; সব মিলিয়ে তাকে একেবারে ছবির মতো নিখুঁত লাগছিল।