গুচির শাড়িতে আলিয়া, রূপ আর ইতিহাস মিশে গেল এক ফ্রেমে
কান চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে লাল গালিচায় ক্যামেরার ফ্ল্যাশে ধরা দিল এক নতুন ইতিহাস। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট পরলেন বিশ্বখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির ডিজাইন করা শাড়ি। গুচির ইতিহাসে এই প্রথমবার শাড়ির সিলুয়েটে তৈরি পোশাক, আর তা গায়ে জড়িয়ে আলিয়া যেন হয়ে উঠলেন ভারতীয় ঐতিহ্য ও আন্তর্জাতিক ফ্যাশনের সংমিশ্রণের এক জীবন্ত প্রতীক। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
গুচির ইতিহাসে এই প্রথমবার শাড়ির আদলে তৈরি পোশাকে এমন এক জ্বলজ্বলে উপস্থিতি নিঃসন্দেহে এক ফ্যাশন মাইলফলক। আর সেই মুহূর্তটির কেন্দ্রবিন্দুতে ছিলেন আলিয়া ভাট।
-
ন্যুড বেসড, সোয়ারভস্কি ক্রিস্টালে মোড়ানো বডি, লম্বা আঁচল আর মিনিমাল সাজে রেড কার্পেটের আলোয় আলিয়া ছিলেন অনবদ্য; এ যেন এক ফ্রেমে ধরা রূপ, রাজকীয়তা আর ইতিহাসের মিলন।
-
টপ এবং স্কার্টের অংশে ছিল হালকা ন্যুড বেইজ রঙ, শাড়ির আঁচলের মতো করে নামানো হয়েছিল এক দীর্ঘ ড্রেপ, পুরো গায়ে জড়িয়ে ছিল ল্যাটিস ডিজাইনের সোয়ারভস্কি ক্রিস্টাল, যার মাঝে স্পষ্ট চোখে পড়ে গুচির লোগো।
-
সাজে ছিল না বাড়াবাড়ি। খোলা চুল, নরম হালকা মেকআপ, কানে ও গলায় মিনিমাল গয়না সব মিলিয়ে অনবদ্য আলিয়া।
-
এ যেন শুধু পোশাক নয়, ভারতীয় ঐতিহ্য আর আন্তর্জাতিক ফ্যাশনের এক অপূর্ব সংমিশ্রণ।