নায়িকার শুরুটা স্কুল জীবনেই, সৌন্দর্যে এখনো হার মানান অনেককে
স্কুলের গণ্ডিও পেরোনোর আগেই এক বড় সুযোগ চলে আসে ঋতাভরী চক্রবর্তীর জীবনে। মাত্র দশম শ্রেণিতে পড়াকালীন অভিনয়ের ডাক পান স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’–তে। সিরিয়ালে সুন্দরী বধূর চরিত্রে দেখা মিলতেই দর্শক হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নেন কলকাতার এই তরুণী। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
শুরুটা ছোট পর্দায় হলেও ঋতাভরীর যাত্রা থেমে থাকেনি সেখানেই। পরে একে একে কাজ করেছেন বড় পর্দার বহু হিট সিনেমায়।
-
আর ৩২ বছর বয়সেও তিনি একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দু, চলচ্চিত্রপ্রেমীদের কাছে এখনো তুমুল জনপ্রিয় এক নাম।
-
বড় বড় চোখ, প্রাণবন্ত হাসি আর আত্মবিশ্বাসী উপস্থিতি সব মিলিয়ে ঋতাভরীর সৌন্দর্য যেন সময়ের সঙ্গে আরও পরিপক্ব ও মোহময় হয়ে উঠেছে। তার ফ্যাশন সেন্সও সমান প্রশংসনীয়।
-
ট্র্যাডিশনাল শাড়ি হোক বা খোলামেলা ওয়েস্টার্ন পোশাক, সব ধরনের লুকেই সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি।
-
নানান ফ্যাশন এক্সপেরিমেন্টে তার ঝোঁক স্পষ্ট। কখনো রঙিন শিফন শাড়িতে নায়িকা, কখনো সাহসী ও ট্রেন্ডি পোশাকে আত্মবিশ্বাসী এক নারী, প্রতিটি লুকে যেন নতুন করে ধরা দেন ঋতাভরী।