বলিউডের গ্ল্যামারাস মা-মেয়ের রসায়ন
বলিউডের রূপালি দুনিয়ায় এমন অনেক মা–মেয়ে জুটি আছেন, যারা কেবল জেনেটিক সৌন্দর্যই নয়, ছড়িয়ে দিয়েছেন স্টাইল, ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাসের ছাপও। মা আর মেয়ের এই অনন্য রসায়ন বারবার ভক্তদের মুগ্ধ করে সামাজিক মাধ্যমে। কখনো তারা একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দেন, কখনো বা মেয়ের মাঝেই ফুটে ওঠে মায়ের প্রতিচ্ছবি। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে
-
দিন দিন বিশ্বসুন্দরী বলিউড ডিভা ঐশ্বরিয়া রায়ের মতো হয়ে উঠছেন তার একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।
-
কম বয়সেই মা হয়ে মাতৃত্ব ও অভিনয় দুই দায়িত্বই অনায়াসে সামলে নিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। একমাত্র মেয়ে রাহা কাপুরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।
-
দত্তক নেওয়া দুই কন্যার জন্য নিখুঁত ও নির্ভরশীল এক মা হয়ে উঠেছেন বলিউড ডিভা সুস্মিতা সেন।
-
ম্যাচিং জামা পড়া ছবিতে নজর কাড়ছেন বিপাশা বসু ও তার মেয়ে দেবী।
-
সময়ের সঙ্গে সঙ্গে বড় হচ্ছেন হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মেয়ে মালতী মেরী জোনাস।
-
গ্ল্যামারাস অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও তার মেয়ে রাশা থাডানি।
-
একমাত্র মেয়ে নাইসা দেবগনের সঙ্গে হাস্যোজ্জ্বল অভিনেত্রী কাজল।