ভিনটেজ লুকে নজরকাড়া আলিয়া ভাট
পুরনো দিনের ফ্যাশন যেন নতুন করে ফিরে এল আলিয়া ভাটের রূপে। আধুনিকতার মাঝে ক্লাসিক ছোঁয়া-ঠিক এভাবেই নিজের ভিনটেজ লুকে তাক লাগালেন বলিউডের ডিভা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ক্যামেরার সামনে ধরা পড়া তার প্রতিটি ভঙ্গিমায় ছিল রাজকীয়তা, স্টাইল আর সংযত সৌন্দর্যের মিশেল। চুলের ঘন বান, সাবলীল মেকআপ আর ক্লাসিক পোশাক-সবকিছু মিলিয়ে যেন তিনি হয়ে উঠলেন সময়ছাড়া এক চরিত্র, যিনি পুরনো দিনের মাধুর্যকে ফিরিয়ে আনলেন আজকের আলোয়।
-
বলিউড ডিভা আলিয়া ভাট এবার নজর কাড়লেন কান ফিল্ম ফেস্টিভালের লাল গালিচায়, তাও আবার ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড গুচির গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে।
-
গুচির চোখধাঁধানো পোশাকে তিনি যেন হয়ে উঠেছিলেন গ্ল্যামার আর ক্ল্যাসিক স্টাইলের অনন্য সংমিশ্রণ। উজ্জ্বল সূর্যমুখী হলুদ রঙে আলিয়ার উপস্থিতি ছিল চোখ জোড়ানো।
-
কোরসেট টপের ওপর লেয়ার করা ক্রপড ব্লেজার আর তার সঙ্গে পেনসিল স্কার্ট-সব মিলিয়ে এক নিখুঁত ভিনটেজ লুক, যা একঝলকেই ছড়িয়ে দেয় রাজকীয় দ্যুতি। তার ভিনটেজ লুকে অনন্য মাত্রা যোগ করেছে মাথায় পরা গুচির ফ্লোরাল স্কার্ফ, যা একদিকে নস্টালজিক, অন্যদিকে অনবদ্য ফ্যাশন স্টেটমেন্ট।
-
পোশাকের সঙ্গে মানানসই হয়ে উঠেছে তার বেছে নেওয়া রেড লিপ লুক। গালে হালকা ব্লাশ অন ও উজ্জ্বল হাইলাইটার যেন আরও আকর্ষনীয় করেছে তার এই সাজ। পুরোনো হলিউডের গ্ল্যামার যেন নতুন করে ফুটে উঠেছে আলিয়ার প্রতিটি ভঙ্গিমায়। চোখে ছিল গুচির ক্যাট আই সানগ্লাস, আর পায়ে গুচির স্টাইলিশ হিল।
-
অনুষঙ্গ হিসেবে তার হাতে ধরা ছিল আইভরি লেদারের ক্লাসিক ‘গুচি বাম্বু ১৯৪৭’ হ্যান্ডব্যাগ, যেটি একযোগে অতীতের ঐতিহ্য আর আধুনিকতার প্রতীক। সবমিলিয়ে ‘গুচি গার্ল আলিয়া’ হয়ে উঠেছেন আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু।