স্নিগ্ধতায় ভরা সুরভি জ্যোতির জন্মদিন আজ
অভিনয়ে নিখুঁত ও প্রাণবন্ত অভিনেত্রী সুরভি জ্যোতির জন্মদিন আজ। ১৯৮৮ সালের এই দিনে ভারতের পাঞ্জাবে জন্ম তার। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ছোট পর্দার এই প্রিয় মুখ নিজের অভিনয়গুণ, মিষ্টি হাসি ও স্টাইলিশ উপস্থিতিতে জয় করেছেন অগণিত দর্শকের হৃদয়।
-
পর্দার বাইরে তিনি যেমন প্রাণোচ্ছল, বাস্তব জীবনে তেমনি দৃঢ়চেতা ও সৃজনশীল।
-
সুরভি জ্যোতির অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দেয় যেই ধারাবাহিকটি, সেটি হলো ‘কবুল হে’। এই সিরিয়ালে তিনি ‘জয়া হায়দার’ চরিত্রে অভিনয় করেন।
-
তার চরিত্রটি যেমন ছিল সাহসী, বুদ্ধিমতী ও আবেগপ্রবণ; তেমনিই ছিল সুরভির নিজস্ব অভিনয়ের ছাপ। এই ধারাবাহিকের মাধ্যমে তিনি ব্যপক জনপ্রিয়তা লাভ করেন এবং দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন।
-
টিভি জগতের অন্যতম জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘নাগিন’ এর তৃতীয় সিজনে সুরভি জ্যোতি ‘বেলা’ চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকে তার রহস্যময়তা, রোমান্স আর অ্যাকশনের মিশ্রণে এক নতুন রূপে দেখা যায় তাকে।
-
নাগিনের মতো চরিত্রে এতটা দক্ষতা ও স্বচ্ছন্দে অভিনয় করে তিনি দেখিয়ে দেন, বাণিজ্যিক ধারাবাহিকেও অভিনয়ের গভীরতা আনতে পারেন তিনি।