বিশেষ দিনে দেখুন অনুপ্রিয়ার নজরকাড়া সব ছবি
স্টাইল, স্মার্টনেস আর সংযত সৌন্দর্যের অনন্য এক প্রকাশ অনুপ্রিয়া গোয়েঙ্কা। আজ তার জন্মদিন। এই বিশেষ দিনে দেখে নিন তার স্টাইলিশ কিছু মুহূর্ত, যেগুলো শুধু ছবি নয়-প্রতিটিই যেন একেকটা অনুভব। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
বলিউড আর ওয়েব প্ল্যাটফর্মে নিজেকে বারবার প্রমাণ করেছেন অনুপ্রিয়া গোয়েঙ্কা।
-
সাহসী চরিত্র, সংযমী অভিব্যক্তি আর চোখে-মুখে ভারী এক গল্প নিয়ে তিনি প্রতিটি ফ্রেমে যেন এক নতুন ব্যাখ্যা।
-
অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্স, ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গি এবং ব্যক্তিত্বময় চেহারা-সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের অনন্য মুখ।
-
অনুপ্রিয়া গোয়েঙ্কা কেবল ভালো অভিনেত্রী নন, স্টাইল আইকনও। রেড কার্পেটে তার উপস্থিতি সবসময়ই ছিল চোাখে পড়ার মতো। ঝকঝকে গাউন, সাহসী অথচ মার্জিত মেকআপ, এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে প্রতিটি ছবিই যেন একটি আলাদা গল্প বলে।
-
সিরিয়াস চরিত্র হোক কিংবা ইন্টেলিজেন্ট লুক, অনুপ্রিয়া তার স্টাইলেও ফুটিয়ে তুলেছেন সেই পরিণত ভাব। ফরমাল আউটফিটে যেমন তিনি দৃঢ়চেতা, তেমনি মিনিমাল মেকআপে থাকেন সাবলীল আর পরিপাটি। প্রমাণ করেন, স্টাইল মানেই জাঁকজমক নয়; পরিপক্কতা এবং ব্যাক্তিত্বও একটা স্টাইল।