জাহ্নবীর লুকে পুরনো হলিউডের প্রতিচ্ছবি

প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৯ মে ২০২৫ আপডেট: ০২:০৪ পিএম, ২৯ মে ২০২৫

সময় যেন থমকে দাঁড়িয়েছিল তার চোখের চাহনিতে। কালো হ্যাট আর একই রঙের পোশাকে নিজেকে এমনভাবে উপস্থাপন করলেন জাহ্নবী কাপুর, যা দেখে এক ঝলকে মনে পড়ে যায় পুরোনো হলিউডের স্বর্ণযুগের নায়িকাদের। তার ভঙ্গিমা, গ্ল্যামার আর মিনিমাল অথচ মার্জিত সাজ যেন এনে দিল রেট্রো চলচ্চিত্রের স্মৃতিঘেরা ফ্রেম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি শুধু ছবি তোলেননি, যেন রূপকথার এক অধ্যায় হয়ে উঠলেন-স্নিগ্ধ, রহস্যময় আর দৃষ্টিনন্দন। ছবি: ইনস্টাগ্রাম থেকে