জাহ্নবীর লুকে পুরনো হলিউডের প্রতিচ্ছবি
সময় যেন থমকে দাঁড়িয়েছিল তার চোখের চাহনিতে। কালো হ্যাট আর একই রঙের পোশাকে নিজেকে এমনভাবে উপস্থাপন করলেন জাহ্নবী কাপুর, যা দেখে এক ঝলকে মনে পড়ে যায় পুরোনো হলিউডের স্বর্ণযুগের নায়িকাদের। তার ভঙ্গিমা, গ্ল্যামার আর মিনিমাল অথচ মার্জিত সাজ যেন এনে দিল রেট্রো চলচ্চিত্রের স্মৃতিঘেরা ফ্রেম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি শুধু ছবি তোলেননি, যেন রূপকথার এক অধ্যায় হয়ে উঠলেন-স্নিগ্ধ, রহস্যময় আর দৃষ্টিনন্দন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
কান ফিল্ম ফেস্টিভালে একের পর এক গ্ল্যামারাস লুকে চমক দেখিয়েছেন জাহ্নবী কাপুর। তবে তার অল-ব্ল্যাক ভিনটেজ লুকটি যেন আলাদাভাবেই জায়গা করে নিয়েছে ফ্যাশনপ্রেমীদের হৃদয়ে। নব্বই দশকের হলিউড গ্ল্যামার যেন জীবন্ত হয়ে উঠেছে তার সাজপোশাকে। তার চাহনি, ভঙ্গিমা আর ফ্যাশন স্টেটমেন্টে মিলেছে পুরনো দিনের জাদুকরী ছোঁয়া।
-
এই স্টাইলটির নেপথ্যে রয়েছেন জাহ্নবীর চাচাতো বোন খ্যাতনামা স্টাইলিস্ট রিয়া কাপুর। তার চিন্তা ছিল ফরাসি ফ্যাশন হাউজ ‘ইভ সাঁ লরাঁ’-কে এক স্টাইলিশ শ্রদ্ধাঞ্জলি জানানো। সেই ভাবনায় ভিনটেজ-অনুপ্রাণিত ইভ সাঁ লরাঁ আর্কাইভ থেকে বেছে নেওয়া হয়েছে ১৯৮৭ সালের সসার শেপ হ্যাট ও ১৯৮৯ সালের বিলাসবহুল ভেলভেট জ্যাকেট।
-
স্ট্রাকচার্ড সিলুয়েট আর বড় আকৃতির হ্যাট যেন আশির দশকের শেষের দিকের ফ্যাশন ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি।
-
এই টপের সঙ্গে ভারসাম্য রাখতে জাহ্নবী পরেছেন ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার তৈরি কালো সিল্ক শিফন স্কার্ট, যাতে রয়েছে নাটকীয় কাপড়ের এক্সটেনশন-যা পুরো লুকটিকে দিয়েছে এক অনন্য আভিজাত্য। অলংকারে ছিল মাত্র একটি টাচ সুইস ব্র্যান্ড ‘চোপার্ড’-এর মিনিমাল হীরার দুল, যা যোগ করেছে পরিশীলিততা।
-
তার মেকআপও ছিল মিনিমাল। চোখে কাজল, আইলাইনার আর মাশকারার নিখুঁত সংমিশ্রণ, ঠোঁটে হালকা ন্যুড পিংক লিপস্টিক আর গালে ব্লাশ অন। সব মিলিয়ে, ভিনটেজ ঘরানার এই অল-ব্ল্যাক রূপে জাহ্নবী যেন হয়ে উঠেছেন কানের লালগালিচায় চলমান এক জীবন্ত ফ্যাশন ক্লাসিক।