ক্লাস, কনফিডেন্স আর ক্যারিশমায় অনন্যা শোভিতা
চোখে গভীরতা, চেহারায় আত্মবিশ্বাস, আর ব্যক্তিত্বে অতুলনীয় আকর্ষণ সব মিলিয়ে শোভিতা ধুলিপালার ভেতরে যেন আধুনিক নারীত্বের নিখুঁত প্রতিচ্ছবি। গ্ল্যামার ও গাম্ভীর্য একসঙ্গে বহন করা এই অভিনেত্রী ধীরে ধীরে বলিউড ও ওটিটি জগতের পরিচিত মুখ হয়ে উঠেছেন। মডেলিং থেকে অভিনয়, একের পর এক চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। জন্মদিনে ফিরে দেখা যাক এই ব্যতিক্রমী নারীর জীবনগল্প। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৯২ সালের এই দিনে ভারতের অন্ধ্র প্রদেশের তেনালিতে তার জন্ম। পরবর্তীতে তিনি পরিবারের সঙ্গে হায়দরাবাদে চলে যান, যেখানে কেটেছে তার শৈশব ও কৈশোর। পড়াশোনায় মেধাবী শোভিতা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান মুম্বাইয়ে।
-
মুম্বাইয়ের এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিকস থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। পড়াশোনার পাশাপাশি তিনি সাহসিকতার সঙ্গে নিজের স্বপ্নপূরণের পথে হাঁটতে থাকেন শুরু হয় মডেলিং ক্যারিয়ার।
-
২০১৩ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া সাউথ’ প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন। একই বছর ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি ‘মিস আর্থ ইন্ডিয়া’ খেতাব অর্জন করেন। আন্তর্জাতিকভাবে তিনি ফিলিপাইনে অনুষ্ঠিত ‘মিস আর্থ ২০১৩’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন।
-
এই প্ল্যাটফর্মই তাকে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় শোভিতা উঠে আসেন আলোচনায়।
-
২০১৬ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘রামান রাঘব ২.০’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই তিনি সাহসী ও জটিল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
-
লাস্যময়ী এই নায়িকা বড়পর্দার পাশাপাশি নজর কেড়েছেন ওটিটি প্ল্যাটফর্মেও।
-
২০১৯ সালে অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত ‘মেইড ইন হ্যাভেন’ ওয়েব সিরিজে তার ‘তারা খানা’ চরিত্রটি বিশেষভাবে আলোচিত হয়। ধনী কিন্তু জটিল সম্পর্কের ভেতরে থাকা নারী হিসেবে শোভিতার অভিনয় মুগ্ধ করে দর্শক ও সমালোচককে।
-
এরপর নেটফিক্সের ‘গোস্ট স্টোরিস’, ‘বার্ড অফ ব্লাড’ এবং ‘দ্যা নাইট ম্যানেজার’ এর মতো সিরিজ ও ছবিতে তার অভিনয় দর্শকদের নজরে আসে।
-
শোভিতা ধুলিপালা শুধুই একজন অভিনেত্রী নন, বরং একজন স্টাইল আইকনও। রেড কার্পেট থেকে ক্যাজুয়াল ফ্যাশন; সবখানেই তার লুক থাকে পরিপাটি ও এলিগ্যান্ট।
-
সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি ফটোশ্যুট, ক্যাজুয়াল ছবি কিংবা স্টেটমেন্ট ভক্তদের মধ্যে সৃষ্টি করে চর্চা। মিনিমালিজম আর ক্লাসিক স্টাইলের অনন্য মিশ্রণ তার ফ্যাশনের অন্যতম বৈশিষ্ট্য।
-
শোভিতা ধুলিপালার ব্যক্তিগত জীবন নিয়ে বহুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন ছিল। বিশেষ করে দক্ষিণি সুপারস্টার নাগা চৈতন্যর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনার শেষ ছিল না। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে, ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি।
-
বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজকীয় আয়োজনেই তাদের বিয়ে সম্পন্ন হয়।
-
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে, একেবারে রাজকীয় ভঙ্গিমায় শুভ মুহূর্তগুলো উদযাপন করছেন।