ফুলেল শাড়িতে মোহময়ী সুস্মিতা
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সৌন্দর্যের কথা কারোরই অজানা নয়। সম্প্রতি নিজের ফেসবুক পেজে বেশকিছু ছবির সঙ্গে আবেগঘন ও রঙিন ক্যাপশন শেয়ার করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ছবি: ফেসবুক থেকে
-
ব্যাকলেস ব্লাউজ আর স্টাইলিশ ফুলেল শাড়িতে তার অনবদ্য রূপ, সৌন্দর্য আর আত্মবিশ্বাস যেন আবারও মনে করিয়ে দিল-সময় যতই যাক, সুস্মিতা সেনের গ্ল্যামার ফিকে হয় না।
-
ডিজাইনার ভারুণ বাহলের কালেকশন থেকে সুন্দর এই শাড়িটি বেছে নিয়েছেন অভিনেত্রী, আর সেটিকে অসাধারণভাবে ড্রেপ করেছেন শ্রদ্ধা মিশ্র, যিনি এই প্রথমবারের মতো সুস্মিতার শাড়ি পরানোর অভিজ্ঞতা অর্জন করলেন।
-
চুল ও মেকআপ করেছেন শ্রদ্ধা মিশ্র, ছবি তুলেছেন ধ্রুব দীক্ষিত আর স্টাইলিংয়ে ছিলেন পুরো টিম-সব মিলে যেন সুস্মিতার এই লুক হয়ে উঠেছে নিখুঁত।
-
ব্যাকলেস ব্লাউজের সাহসী ছাঁট আর কোমল ফুলেল শাড়ির নকশা একসাথে এক অনবদ্য কনট্রাস্ট তৈরি করেছে। ফ্যাশনপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক এক স্টাইল স্টেটমেন্ট।
-
ক্যারিশমা, আত্মবিশ্বাস আর ক্লাসিক স্টাইলের জন্য সুস্মিতা সবসময়ই অনুপ্রেরণার প্রতীক। এই পোস্ট এবং লুক আবারও প্রমাণ করলো বয়স শুধুই সংখ্যা, আসল সৌন্দর্য আসে আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভালোবাসা থেকে।