কস্টিউম ডিজাইনার থেকে নায়িকা, জানুন সোনাক্ষীর অজানা কিছু
বলিউডের রঙিন দুনিয়ায় হাজারো মুখের ভিড়ে কিছু মুখ আপন আলোয় আলোকিত হয়ে ওঠে। তেমনই একজন সোনাক্ষী সিনহা। আজ তাকে আমরা চিনি বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে। কিন্তু জানেন কি, ক্যামেরার সামনে আসার আগে তিনি ছিলেন ক্যামেরার পেছনের এক দক্ষ কস্টিউম ডিজাইনার। সোনাক্ষীর এই অজানা দিকগুলো হয়তো অনেকের কাছেই বিস্ময়ের। আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক তার জীবনের কিছু না-জানা অধ্যায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৭ সালের এই দিনে বিহারের পাটনায় তার জন্ম। তিনি জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পূনম সিনহার মেয়ে। তার দুই ভাই, লভ ও কুশ সিনহা চলচ্চিত্র ও রাজনীতির সঙ্গে যুক্ত।
-
অভিনয় জগতে পা রাখার আগে সোনাক্ষী কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন।
-
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরা দিল লেকে দেখো’ ছবির জন্য তিনি পোশাক ডিজাইন করেছিলেন। এরপর বেশ কিছু ফ্যাশন ইভেন্টেও তার ডিজাইন করা পোশাক প্রদর্শিত হয়।
-
তিনি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছিলেন মুম্বাইয়ের শ্রিমতি নাথিবাই দামোদার ঠাকরসে উইমেন্স ইউনিভার্সিটি থেকে। ডিজাইনার সোনাক্ষীই একসময় হয়ে উঠলেন অভিনেত্রী।
-
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে সোনাক্ষীর বলিউড অভিষেক হয়েছিল। প্রথম ছবিতেই তিনি পান ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার। দর্শক-সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসা পান তিনি।
-
এরপর একে একে অভিনয় করেছেন ‘রাউডি রাঠোর’, ‘জোকার’, ‘সন অফ সর্দার’, ‘দাবাং ২’, ‘হলিডে’, ‘অক্ষয় কুমার’-এর সঙ্গে ‘মিশন মঙ্গল’-এ। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ২০১৩ সালের ছবি ‘লুটেরা’। এই ছবিতে অভিনয় করে তিনি বুঝিয়ে দেন, তিনি শুধু মসলা ছবির নায়িকা নন, গভীর চরিত্রেও পারদর্শী।
-
সিনেমার পাশাপাশি সোনাক্ষী নিজেকে নতুন মাধ্যমে প্রমাণ করেছেন। ২০২৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিও-র ‘দাহাড়’ সিরিজে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের মন জয় করেন।
-
তার অনবদ্য অভিনয়ের জন্য তিনি জিতে নেন ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস।
-
২০২৪ সালে সঞ্জয় লীলা ভানসালীর পরিচালনায় নেটফ্লিক্স সিরিজ ‘হীরামন্দি’-তেও দর্শকদের নজর কাড়েন।
-
সোনাক্ষী শুধুই অভিনেত্রী নন, একজন গায়িকাও। ২০১৫ সালে ‘আজ মুড ইশকহোলিক হ্যায়’ নামে একটি গান গেয়ে প্রকাশ্যে আসেন। ‘তেওয়ার’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন নিজেই। গানের পাশাপাশি লাইভ পারফর্মেন্সেও দেখা গেছে তাকে।
-
সোনাক্ষীর ঝুলিতে রয়েছে ফিল্মফেয়ার, জি সিনে, আইফা, স্ক্রিন অ্যাওয়ার্ডস সহ অসংখ্য পুরস্কার। শুধু মূলধারার সিনেমা নয়, তিনি ওটিটি প্ল্যাটফর্মেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
-
দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা জহির ইকবালের সঙ্গে ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী।
-
পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মুম্বাইয়ে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান।
-
বিবাহিত জীবনে বেশ সুখেই আছেন এই তারকা দম্পতি।