পর্দার পেছনের যাদুকর মুকেশ ভাটের জন্মদিন আজ
যখন বলিউডের জৌলুশ আলোয় ঢেকে যায় পরিচালকের নাম, তখনো কিছু মানুষ নিঃশব্দে গড়ে যান একের পর এক কালজয়ী সিনেমা। তেমনই একজন হলেন মুকেশ ভাট-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং বলিউডের অন্যতম সফল ব্যাকস্টেজ স্ট্র্যাটেজিস্ট। ছবি: সংগৃহীত
-
১৯৫২ সালে এই দিনে ভারতের মুম্বাই শহরের একটি চলচ্চিত্রসংশ্লিষ্ট পরিবারে তার জন্ম। মুকেশ ভাটের বাবা নানাভাই ভাট ছিলেন একজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। শৈশব থেকেই সিনেমার পরিবেশে বেড়ে ওঠায় সিনেমার ভাষা ও গন্ধ তিনি হৃদয়ে ধারণ করেন।
-
তার ভাই মহেশ ভাট একজন বিখ্যাত পরিচালক ও প্রযোজক, যিনি পরবর্তীতে মুকেশ ভাটের সঙ্গে মিলে গঠন করেন বলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’।
-
১৯৮০-এর দশকে মুকেশ ভাটের ক্যারিয়ার শুরু হয়। তবে তার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’-এর মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। এই ব্যানারে নির্মিত বহু জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র বলিউডকে দিয়েছে এক নতুন ধারা।
-
তার প্রযোজিত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘আশিকি’, ‘রাজ’, ‘জিসম’, ‘মার্ডার’, ‘গ্যাংস্টার’, ‘আশিকি ২’ এই ছবিগুলোর প্রতিটিই বলিউডে রোমান্স, সাসপেন্স এবং সংগীতের অনন্য সংমিশ্রণ হিসেবে জায়গা করে নেয়।
-
মুকেশ ভাট সবসময় নতুন প্রতিভাকে সুযোগ দিয়েছেন। ইমরান হাশমি, কঙ্গনা রানাউত, জ্যাকলিন ফার্নান্দেজসহ বহু তারকার বলিউডে আবির্ভাব ঘটেছে তার সিনেমার হাত ধরেই।
-
মুকেশ ভাট ব্যক্তিজীবনে এক নিরহংকারী, পরিবারমুখী মানুষ। তার একমাত্র ছেলে বিশেষ ভাটও এখন চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার সঙ্গে যুক্ত।
-
অন্যদিকে তার একমাত্র মেয়ে আলিয়া ভাট বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। পরিবার ও কর্মজীবনের ভারসাম্য বজায় রেখে তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন।
-
দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু পুরস্কার পেয়েছেন। সিনেমায় নতুন ধারা আনার জন্য এবং সাসপেন্সধর্মী গল্প বলার অনন্য স্টাইলের কারণে মুকেশ ভাট বারবার প্রশংসিত হয়েছেন।