হিট গানের রানী নেহার চোখধাঁধানো কিছু মুহূর্ত
বলিউডের জনপ্রিয় এই প্লেব্যাক গায়িকা নেহা কাক্কারের জন্মদিন আজ। ১৯৮৮ সালের এই দিনে ভারতের উত্তরাখণ্ডে জন্ম তার। ছবি: নেহার ইনস্টাগ্রাম থেকে
-
নেহার কণ্ঠে সুপারহিট হওয়া গানগুলোর সিংহভাগই রিমেক। এর জন্য তাকে বলা হয় রিমেক কুইন।
-
খুব সাধারণ এক পরিবারে জন্ম নেহার। যার কারণে অভাব-অনটনে কেটেছে জীবনের অনেকটা সময়। ভজন গেয়ে তার সঙ্গীতে যাত্রা শুরু হয়। স্থানীয় পর্যায়ে খুব সামান্য টাকার বিনিময়ে ভজন গাইতেন তিনি।
-
এরপর ২০০৬ সালে ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় আসরে অংশ নেন নেহা কাক্কার। কিন্তু তিনি বাদ পড়ে যান কয়েক রাউন্ড পরেই। ২০০৮ সালে ‘নেহা দ্য রকস্টার’ নামে একটি অ্যালবাম করেন নেহা। এরপর ২০১০ সালে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন নেহা। তার অভিনীত প্রথম সিনেমা ‘ইসি লাইফ মে’ সমালোচিত হয় এবং বক্স অফিসেও ব্যর্থ হয়।
-
২০১১ সালে সঙ্গীত পরিচালক প্রীতমের সুরে ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’ গানটি গেয়ে আলোচনায় আসেন নেহা। তবে নেহার জনপ্রিয়তার মূল অধ্যায় শুরু হয় ২০১৪ সালে।
-
ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে ‘সানি সানি’ গানটি গেয়ে তুমুল জনপ্রিয়তা পান নেহা। এরপর একে একে ‘লন্ডন ঠুমাকদা’, ‘কার গায়ি চুল’, ‘মিলে হো তুম’, ‘কালা চশমা’, ‘বাদ্রি কি দুলহানিয়া’, ‘তু চিজ বাড়ি’, ‘দিলবার’, ‘আঁখ মারে’, ‘কোকা কোলা’, ‘ও সাকি সাকি’, ‘এক তো কাম জিন্দেগি’, ‘গারমি’ ও ‘ল্যাম্বারগিনি’ গানগুলো উপহার দিয়েছেন তিনি।