ফ্যাশন নয়, যেন চিত্রপট! লন্ডনে জাহ্নবীর স্টাইলে মুগ্ধ মঞ্চ
কালো পোশাকে যেন রঙিন ক্যানভাসের ছোঁয়া। লন্ডনের রাজপথে একটুখানি থমকে গিয়েছিল সময়, যখন মিউ মিউ স্টোর উদ্বোধনে হাজির হন জাহ্নবী কাপুর। তার উপস্থিতি শুধুই ফ্যাশনের প্রদর্শনী নয়, ছিল যেন এক জীবন্ত শিল্পকর্ম। পোশাকের প্রতিটি ছাঁট, অ্যাকসেসরিজের প্রতিটি সংযোজন আর চোখে-মুখে বয়ে যাওয়া আত্মবিশ্বাস একত্রে রচনা করেছিল এক আধুনিক সৌন্দর্যগাথা। দর্শক-আলোচক, ক্যামেরা-লাইট-সবাই যেন মুহূর্তে ভুলে গিয়েছিল এটা কোনো সাধারণ সেলিব্রেটির রেড কার্পেট লুক; মনে হচ্ছিল, চিত্রপটে আঁকা এক সাহসী নারীর প্রতিচ্ছবি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
ক্ল্যাসিক অথচ সাহসী পোশাকে সেদিন নিজের স্টাইল সেন্স, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক র্যাম্পসদৃশ উপস্থিতি দিয়ে বলিউডের বাইরে নিজের জায়গা আরও পাকাপোক্ত করলেন এই উঠতি তারকা।
-
জাহ্নবীর পরনে ছিল কালো রঙের বডিকন মিডি ড্রেস, যার সরু স্ট্র্যাপ ও ডিপ ভি-নেক ডিজাইন সঙ্গে ফ্যাব্রিকে সূক্ষ্ম কারুকাজ এনে দেয় রাজকীয় পরিমিতি।
-
জাহ্নবীর এই লুকের সবচেয়ে সাহসী সংযোজন ছিল তার রুপালি ব্রালেট, যা ড্রেসের এক পাশের স্ট্র্যাপ নামিয়ে ওয়ান শোল্ডার ইফেক্টের মাধ্যমে দৃশ্যমান করা হয়েছিল। এই ছোট্ট টুইস্টেই সম্পূর্ণ চেহারায় আসে এক ধরনের অনবদ্য সাহসিকতা।
-
স্টাইলের এই গল্পে জাহ্নবী যোগ করেছেন সিগ্রিন স্টকিংস, কালো লোফার হিলস, বাদামি রঙের ফো-ফার স্টোল এবং স্টাইলিশ বাকেট হ্যাট-সব মিলিয়ে এক আধুনিক, অথচ এক্সপেরিমেন্টাল লুক।
-
মেকআপেও ছিল ব্যালেন্সের ছোঁয়া ম্যাজেন্টা টোনের লিপস্টিক, হালকা ব্লাশ এবং ঢেউ খেলানো চুলে ছিল এক অনবদ্য নারীত্বের প্রকাশ।
-
জাহ্নবীর এই রূপান্তর শুধু মিউ মিউ এর পোশাক পরিধানে সীমাবদ্ধ ছিল না; তা ছিল আত্মপ্রকাশ, নিজস্ব স্টেটমেন্ট গড়ে তোলার এক আত্মবিশ্বাসী প্রয়াস।
-
আন্তর্জাতিক ব্র্যান্ডের আয়োজনে এমন স্বতন্ত্র ও দৃঢ় উপস্থিতি যেন বলছে, জাহ্নবীর স্টাইল কেবলই ফ্যাশন নয়; একটি ভাষা, যা সাহসের সঙ্গে নিজেকে বলে দেয়।