বলিউডের ‘মাস্টার অব মেনেস’ অমরেশ পুরির জন্মদিন আজ
‘মোগ্যাম্বো খুশ হুয়া!’ এই সংলাপটি একা একটি চরিত্র নয়, এক অপার্টমেন্টের মতো, যেখানে ভয়, দৃঢ়তা ও অভিনয়শিল্প একত্র হয়ে তৈরি করেছে বলিউডের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী খলনায়ককে। তিনি অমরেশ পুরি, বলিউডের ‘মাস্টার অব মেনেস’। আজ তার জন্মদিন। ছবি: সোশ্যাল মিডিয়া
-
১৯৩২ সালের এই দিনে পাঞ্জাবের নওংশহরে (বর্তমানে শাহিদ ভগৎ সিং নগর) তার জন্মদিন। বিশেষ এই দিনে স্মরণ করতেই হয় সেই মানুষটিকে, যিনি ভয় দেখিয়েও ভালোবাসা অর্জন করেছিলেন কোটি ভক্তের।
-
অমরেশ পুরি যখন অভিনয়ের জগতে পা রাখেন, তখন বয়স অনেকটাই বেড়ে গেছে। তিনি শুরুতে সরকারি চাকরি করতেন ভারত সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বিভাগে। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে চেষ্টা করেও ব্যর্থ হন প্রথমবার।
-
প্রখ্যাত অভিনেতা ও তার ভাই মদন পুরি তখন বলিউডে প্রতিষ্ঠিত, কিন্তু অমরেশের পথটা সহজ ছিল না।
-
১৯৭১ সালে ‘রেশমা অউর শেরা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।
-
শুরুতে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও তার প্রতিভা খুব দ্রুতই নজরে আসে পরিচালকদের এবং এরপর সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন খল চরিত্রের কিংবদন্তি।
-
৮০ ও ৯০ দশকের বলিউড চলচ্চিত্র মানেই ছিল একটি চেনা মুখ অমরেশ পুরি। তার কণ্ঠ, চোখের ভাষা, অঙ্গভঙ্গি-সবকিছুতেই ছিল এমন এক দৃঢ়তা, যা দর্শকের মনে আতঙ্কের পাশাপাশি একধরনের মুগ্ধতাও তৈরি করতো। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ‘মোগ্যাম্বো’ চরিত্রে তার অভিনয় আজও ভারতের অন্যতম সেরা খলনায়ক চরিত্র হিসেবে বিবেচিত।
-
তবে তিনি শুধু খলনায়কই ছিলেন না। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েগা’ ছবিতে তিনি হয়ে উঠেছিলেন কঠোর অথচ ভালবাসায় ভরা এক পিতা। ‘ঘটক’, ‘গারডিস’, ‘নায়েক’, ‘পরদেশ’ এমন অসংখ্য ছবিতে তার বৈচিত্র্যময় চরিত্র রূপায়ণ দেখিয়েছে, তিনি কেবল ‘ভিলেন’ ছিলেন না, ছিলেন এক পরিপূর্ণ অভিনেতা।
-
অমরেশ পুরির আন্তর্জাতিক উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ (১৯৮৪) ছবিতে তিনি ভয়ানক পুরোহিত মোলা রাম চরিত্রে অভিনয় করেন, যা বিশ্বদর্শকের কাছেও প্রশংসিত হয়।
-
২০০৫ সালের ১২ জানুয়ারি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মাত্র ৭২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই কিংবদন্তি। তবে তার অনন্য অভিনয়, অতুলনীয় চরিত্র নির্মাণ এবং সংলাপের গভীরতা আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে জীবন্ত।