জন্মদিনে থালাপতির ৫টি সিনেমা, যা একবার হলেও দেখা উচিত
তামিল সিনেমা জগতের অন্যতম শক্তিশালী অভিনেতা বিজয় থালাপতির জন্মদিন আজ। এই অভিনেতার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ১৯৭৪ সালের এই দিনে ভারতের চেন্নাই, তামিলনাড়ুতে তার জন্ম। অ্যাকশন, রোমান্স, কমেডি কিংবা সামাজিক বার্তা-সব চরিত্রেই সমান দক্ষতা দেখিয়েছেন এই সুপারস্টার। বিশেষ দিনে এই অভিনেতার অসাধারণ কিছু চলচ্চিত্র ফিরে দেখা যাক, যেগুলো শুধু বিনোদনই নয়, ভাবনার খোরাকও জোগায়। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
মের্সাল (২০১৭): ‘মের্সাল’ নামের এই সিনেমা যেন একেবারে থালাপতি বিজয়ের স্টাইলের সংজ্ঞা। তিনি এখানে অভিনয় করেছেন ট্রিপল রোলে-ডাক্তার, ম্যাজিশিয়ান ও গ্রাম্য একজন প্রতিশোধপ্রার্থী হিসেবে। এ.আর. রহমানের সুর, অ্যাটলি কুমারের দিকনির্দেশনায় নির্মিত ‘মের্সাল’ শুধু অ্যাকশন ও থ্রিলেই ভরপুর নয়, এখানে রয়েছে স্বাস্থ্যখাতে দুর্নীতি নিয়ে জোরালো বার্তা। থালাপতির অভিনয় ছিল আবেগপ্রবণ ও উত্তেজনায় ভরপুর।
-
থুপাক্কি (২০১২): ‘থুপাক্কি’ সিনেমা ছিল বিজয়ের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। মুরগাদোসের পরিচালনায় ‘থুপাক্কি’ একটি আধুনিক অ্যাকশন থ্রিলার, যেখানে বিজয় অভিনয় করেছেন এক আর্মি অফিসারের ভূমিকায়, যে ছুটিতে শহরে এসে জড়িয়ে পড়ে সন্ত্রাসবাদ বিরোধী এক গোপন মিশনে। তার সংলাপ, কৌশল, ও দুর্দান্ত স্ক্রিপ্ট-সব মিলিয়ে এটি একটি মাস্ট ওয়াচ।
-
মাস্টার (২০২১): বিজয় ও বিজয় সেতুপতির যুগলবন্দিতে তৈরি হয় ‘মাস্টার’। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা ও পুনর্গঠনের গল্পে তৈরি এই সিনেমায় থালাপতি অভিনয় করেছেন এক বেপরোয়া শিক্ষক হিসেবে। মদের নেশায় আসক্ত সেই শিক্ষক কিভাবে হয়ে ওঠেন শিক্ষার্থীদের নায়ক তা দেখার মতো। সিনেমাটি সমাজ সচেতন বার্তাবাহী হওয়ায় ভিন্ন উচ্চতায় নিয়ে যায় বিজয়ের ভাবমূর্তি।
-
কাথথি (২০১৪): ‘কাথথি’ সিনেমা একটি সোশ্যাল ড্রামা, যেখানে বিজয় একাই দু’টি চরিত্রে অভিনয় করেন-একজন রক্তচোষা অপরাধী, আর একজন সমাজসেবী। কৃষকদের জমি অধিগ্রহণ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে থালাপতি দুর্দান্তভাবে তুলে ধরেন কণ্ঠস্বরহীন মানুষের আকুতি। এই সিনেমা তার অভিনয়জীবনের অন্যতম শক্তিশালী কাজ হিসেবে বিবেচিত।
-
নানবান (২০১২): রাজকুমার হিরানির বিখ্যাত ‘থ্রি ইডিয়টস’ এর রিমেক হলেও ‘নানবান’ এ থালাপতি যোগ করেছেন নিজস্ব স্বাদ। শিক্ষাব্যবস্থার দুর্বলতা, বন্ধুত্ব, আত্মবিশ্বাস এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্পে বিজয়ের সহজ-সরল ও হৃদয়ছোঁয়া অভিনয় দর্শকের মন জয় করে নেয়। কমেডি ও আবেগের সুন্দর মিশেল এটি।