উমরাওজানের স্মৃতি নিয়ে এক আবেগঘন আলোকচ্ছটা

প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৮ জুন ২০২৫ আপডেট: ০৩:২৩ পিএম, ২৮ জুন ২০২৫

কালজয়ী চলচ্চিত্র উমরাওজান এর রি-রিলিজ উপলক্ষে বসেছিল এক রাজকীয় সন্ধ্যা, যেখানে বলিউডের তারকারা হাজির হয়েছিলেন রূপ ও রুচির অনবদ্য প্রদর্শনীতে। প্রেক্ষাগৃহে সিনেমার পর্দা যেমন প্রাণ পেল, তেমনি লাল গালিচায় দেখা গেল স্টাইল ও সৌন্দর্যের ঝলক। গ্ল্যামারের এই উৎসবে শোভা বাড়িয়েছেন রেখা, আলিয়া ভাট, টাবু, জাহ্নবী-খুশি কাপুর থেকে শুরু করে অনিল কাপুর ও আমির খানের মতো তারকারা। তবে এ সন্ধ্যার আলো নিঃসন্দেহে কেন্দ্রীভূত ছিল দুই প্রজন্মের দুই আইকন রেখা ও আলিয়ার ওপর। একদিকে সাদা আনারকলিতে কিংবদন্তি রেখার চিরসবুজ সৌন্দর্য, অন্যদিকে ‘সিলসিলা’ প্রাণিত গোলাপি শাড়িতে আলিয়ার মোহনীয় আবির্ভাব-সব মিলিয়ে এই সন্ধ্যা হয়ে উঠেছিল স্টাইল, স্মৃতি ও শ্রদ্ধার এক অসাধারণ মিলনমেলা। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে