উমরাওজানের স্মৃতি নিয়ে এক আবেগঘন আলোকচ্ছটা
কালজয়ী চলচ্চিত্র উমরাওজান এর রি-রিলিজ উপলক্ষে বসেছিল এক রাজকীয় সন্ধ্যা, যেখানে বলিউডের তারকারা হাজির হয়েছিলেন রূপ ও রুচির অনবদ্য প্রদর্শনীতে। প্রেক্ষাগৃহে সিনেমার পর্দা যেমন প্রাণ পেল, তেমনি লাল গালিচায় দেখা গেল স্টাইল ও সৌন্দর্যের ঝলক। গ্ল্যামারের এই উৎসবে শোভা বাড়িয়েছেন রেখা, আলিয়া ভাট, টাবু, জাহ্নবী-খুশি কাপুর থেকে শুরু করে অনিল কাপুর ও আমির খানের মতো তারকারা। তবে এ সন্ধ্যার আলো নিঃসন্দেহে কেন্দ্রীভূত ছিল দুই প্রজন্মের দুই আইকন রেখা ও আলিয়ার ওপর। একদিকে সাদা আনারকলিতে কিংবদন্তি রেখার চিরসবুজ সৌন্দর্য, অন্যদিকে ‘সিলসিলা’ প্রাণিত গোলাপি শাড়িতে আলিয়ার মোহনীয় আবির্ভাব-সব মিলিয়ে এই সন্ধ্যা হয়ে উঠেছিল স্টাইল, স্মৃতি ও শ্রদ্ধার এক অসাধারণ মিলনমেলা। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে
-
বিনয়ী অথচ চমৎকার এই শব্দগুলোর মূর্ত প্রতিমা হয়ে এলেন রেখা। সাদা আনারকলিতে সোনালি কারুকাজ, হাতে ঝকমকে সোনালি বটুয়া, লাল ঠোঁট, গাঢ় নেলপলিশ, গলায় ভারী গয়না আর সিগনেচার সিঁদুর সব মিলিয়ে যেন ‘উমরাওজান’-এর মুজরার দৃশ্যটাই আবার সামনে এসে দাঁড়ালো। বয়স কেবল সংখ্যা সেই প্রমাণ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি।
-
বলিউডের সুইটহার্ট আলিয়া ভাট এই বিশেষ সন্ধ্যায় যেন রেখার প্রতি শ্রদ্ধা জানাতেই এসেছিলেন। গোলাপি রঙের শিফন শাড়ি, হাইনেক ওয়াটারফল ব্লাউজ আর মিনিমাল মেকআপে তিনি পরিধান করেন সিলসিলা সিনেমার সেই কিংবদন্তি লুক। রেখার স্নিগ্ধতা আর শালীনতার ছাপ তিনি নিজের ভঙ্গিমায় ফুটিয়ে তুলেছেন অসাধারণভাবে।
-
ক্যামেরাবন্দি এক আন্তরিক মুহূর্তে, রেখা ও আলিয়ার যুগল উপস্থিতি হয়ে উঠেছে স্মরণীয়।
-
লাল ঝলমলে লেহেঙ্গায় অনায়াসে নজর কেড়েছেন টাবু। রেখার সঙ্গে ভাগ করে নিয়েছেন হাসিমাখা কিছু মুহূর্ত।
-
ডিপ সুইটহার্ট নেকলাইনের আইভরি এথনিক পোশাকের দারুণ ও রুচিশীল লুকে ধরা দিয়েছেন লাস্যময়ী অভিনেত্রী জাহ্নবী কাপুর।
-
অন্যদিকে সোনালি টোনের ম্যাচিং শার্ট-প্যান্টের সিম্পল লুকে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী খুশি কাপুর।
-
অফ হোয়াইট প্রিন্স কোটে একদম রাজকীয় অভিজাত এক ব্যক্তিত্বে ধরা দিলেন চিরসবুজ অভিনেতা অনিল কাপুর।
-
অল ব্ল্যাক কুর্তা-পাজামা-আলোয়ানে অত্যন্ত পরিমিত ও রুচিশীলভাবে ক্যামেরাবন্দি হয়েছেন আমির খান।