শাড়ি হোক কিংবা সুইমস্যুট, সবখানেই অনন্যা পার্নো
নানা রূপে, নানা মুডে, আবেদনের খেলে ঝলমল করছেন টালিউডের জনপ্রিয় মুখ পার্নো মিত্র। স্টাইলের বিষয়ে বরাবরই সাহসী ও আত্মবিশ্বাসী এই অভিনেত্রী দেশি হোক বা বিদেশি, প্রতিটি পোশাকেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে ভালোবাসেন। কখনও তিনি মন ভোলান সাঁতারপোশাকের ঝলকে, আবার কখনও শাড়ির ঐতিহ্যবাহী ঘরানায় মেলে ধরেন এক ভিন্ন উষ্ণতা। চলুন দেখে নেই, কীভাবে ক্যামেরার লেন্সে ধরা দেয় পার্নোর বহুমাত্রিক সৌন্দর্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
তিনি শুধু অভিনেত্রী নন, বরং একজন জীবন্ত স্টাইল স্টেটমেন্ট।
-
টালিউডের গ্ল্যামার জগতে পার্নো মিত্র মানেই এক নতুন মাত্রা যেখানে ফ্যাশন, আত্মবিশ্বাস আর শিল্পের সম্মিলন ঘটে নিখুঁত ছন্দে।
-
ক্যামেরার সামনে তার প্রতিটি উপস্থিতি যেন গল্প বলে; কখনো তা কোমল, কখনো সাহসী, কখনোবা রহস্যময়। এই বহুমাত্রিক সৌন্দর্যই পার্নোকে আলাদা করে রাখে ভিড়ের মাঝে।
-
অভিনয়ের মঞ্চে পার্নোর যাত্রা দীর্ঘ দুই দশকের, যার ভেতর টেলিভিশন থেকে সিনেমা-সবখানেই রেখেছেন বলিষ্ঠ ছাপ। '
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমা রঞ্জনা আমি আর আসব না–তে রঞ্জনার চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও প্রশংসিত।
-
তবে শুধু অভিনয় নয়, ফ্যাশন-চেতনা আর নিজস্ব সৌন্দর্যবোধের মিশেলে পার্নো মিত্র হয়ে উঠেছেন অনেকের স্টাইল আইকন।
-
বিভিন্ন মুডে তোলা তার আবেদনময়ী ছবিগুলো যেন প্রতিবারই নতুন করে মুগ্ধ করে অনুরাগীদের।