ভারতী সিং: ‘লাফটের কুইন’ যিনি কাঁপিয়ে দিয়েছেন কমেডি জগৎ
হাসি যে কেবল বিনোদন নয়, বরং প্রতিবাদের ভাষা, আত্মবিশ্বাসের প্রকাশ-তা বারবার প্রমাণ করেছেন ভারতী সিং। একসময় যিনি নিজের ওজন নিয়ে শুনতেন ঠাট্টা-তামাশা, আজ তিনি সেই ‘ওজন’কেই করেছেন নিজের ব্র্যান্ড। টেলিভিশনের রঙিন পর্দায় একের পর এক কমেডি চরিত্রে তিনি যেন বিদ্রূপ, ব্যঙ্গ আর আত্ম-উপহাসের এক জীবন্ত প্রতিমা। কিন্তু তার কৌতুকের আড়ালে লুকিয়ে আছে এক সংগ্রামী নারীর গল্প; যিনি দারিদ্র্য, সমাজের বাঁকা দৃষ্টি আর স্টিরিওটাইপকে উপেক্ষা করে গড়ে তুলেছেন নিজের হাসির সাম্রাজ্য। তিনি শুধু কৌতুক করেন না, তিনি সাহস জোগান; তিনি কাঁদান না, বরং চোখে আনেন আনন্দাশ্রু। ভারতী সিং একজন নারী, যিনি কাঁপিয়ে দিয়েছেন পুরো কমেডি জগৎ। আজ তার জন্মদিন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৪ সালের এই দিনে পাঞ্জাবের আমৃতসর শহরে তার জন্ম। মাত্র ২ বছর বয়সে তার বাবা মারা যান। পরে তিন সন্তানসহ সংসারের ভার পরে তার মা কমলা সিং-এর ওপর।
-
সরকারি স্কুলে পড়াশোনা করেন এবং পরে আমৃতসর থেকে স্নাতক করেন তিনি।
-
২০০৮ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফট চ্যালেঞ্জ’ এ দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন তিনি । এরপর ‘কমেডি সার্কাস’ ধারাবাহিক, ‘জলক দি লাজা’, ‘নাচবালি’ র মতো শো-য় তার জনপ্রিয়তা আর প্রশংসা বেড়েই চলে।
-
‘কমেডি নাইটস’ এ মঞ্চ-উদযাপন করতে গিয়ে ভাইরাল হন তিনি। এছাড়া ‘দ্য কাপিল শর্মা শো’–তেও নিয়মিত অংশগ্রহণ করেন। ২০২৪-২৫ এ কালারস টিভি তে লঞ্চ হয় ‘লাফটার চিফস’ একটি বেসরকারি রাঁধন প্রতিযোগিতামূলক শো, যা উপস্থাপন করেন ভারতী।
-
২০১৭ সালে হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেন ভারতী। ২০২২ সালের এপ্রিলে তাদের ছেলে ‘লক্ষ’ জন্ম নেয়।