গীতা কাপুর: শুধু শিক্ষক নন, শিল্পী গড়ে ওঠার মা তিনি

প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৫ জুলাই ২০২৫ আপডেট: ০৪:৪১ পিএম, ০৫ জুলাই ২০২৫

নৃত্য শুধু শরীরের আন্দোলন নয়, আত্মার প্রকাশ; এই দর্শনকে হৃদয়ে ধারণ করে অনেক তরুণ-তরুণীর জীবন বদলে দিয়েছেন গীতা কাপুর। তিনি শুধু একজন কোরিওগ্রাফার নন, অনেক শিল্পীর ‘গীতামা’। পর্দার আড়ালে থেকে, কিংবা রিয়েলিটি শোর বিচারকের আসনে বসে তিনি শুধু নাচ শেখাননি, শিখিয়েছেন অনুশীলনের ধৈর্য, পরিশ্রমের সম্মান এবং স্বপ্ন দেখার সাহস। কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা তার মমতাই আজ তাকে গড়ে তুলেছে এক অনন্য উচ্চতায়। জন্মদিনে তাই তাকে শুধু অভিনন্দন নয়, কৃতজ্ঞতাও জানায় অগণিত শিষ্য আর অনুরাগী। ছবি: ফেসবুক থেকে