জন্মদিনে ফিরে দেখুন নিতু কাপুরের জীবনের গল্প
বলিউড মানেই রঙিন পর্দা, আর সেই রঙিন পর্দার এক উজ্জ্বল নাম নিতু কাপুর। যিনি কখনও ‘রূপ কা জাদু’ ছড়িয়েছেন, কখনও আবার হয়েছেন প্রেমিক হৃদয়ের ধ্বনি। আজ তার জন্মদিন। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তার জীবন ও ক্যারিয়ারের বর্ণময় অধ্যায়গুলো। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৫৮ সালের এই দিনে দিল্লিতে তার জন্ম। অভিনেত্রীর আসল নাম ছিল হরনীত কৌর। খুব ছোট বয়সেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি। মাত্র ৮ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন ‘সুরজ’ (১৯৬৬) ছবিতে। তখন তিনি ছিলেন ‘বেবি সোনিয়া’ নামে পরিচিত।
-
ছোট্ট মেয়েটির চোখে ছিল মুগ্ধতা, মুখে ছিল আলো। একের পর এক শিশু চরিত্রে নজর কাড়ার পর কৈশোর পেরিয়ে যৌবনে যখন নিতু পর্দায় এলেন, তখন তার উপস্থিতিই ছিল রোমাঞ্চকর।
-
১৯৭০ দশকের মাঝামাঝি সময়ে বলিউডে রীতিমতো ঝড় তুলেছিলেন নিতু সিং। তবে শুধুই নিতু নন, সেই ঝড়ের আরেক নাম রিশি কাপুর। এই রোমান্টিক জুটির কেমিস্ট্রি শুধু পর্দায় থেমে থাকেনি, পর্দার বাইরে গিয়েও গড়িয়েছে।
-
১৯৮০ সালে রিশি কাপুরকে বিয়ে করেন নিতু, এরপর বেশ লম্বা সময় অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন। বিয়ের পর বলিউড থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু দর্শকের মনের মণিকোঠায় রয়ে গিয়েছিলেন নিতু।
-
সন্তানের মা হন, জীবনে আসে পারিবারিক নানা উত্থান-পতন। তবে রিশি কাপুরের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা যেত তাদের একান্ত রসায়ন। সময় গড়াতে গড়াতে যখন সন্তান রণবীর কাপুর বলিউডে নাম লেখান, তখন আবার একটু একটু করে পর্দায় ফিরতে শুরু করেন নিতু।
-
নিতু সিংয়ের জীবন কেবল চলচ্চিত্র জগতের গল্প নয়, এটি একজন নারীর ভালোবাসা, আত্মত্যাগ ও নিজের পরিচয়কে খুঁজে পাওয়ার গল্প। রিশি কাপুরের ক্যানসারের সময় যেভাবে স্ত্রী হিসেবে পাশে থেকেছেন, তাতে শুধু অভিনেত্রী নয়, এক অনন্য সহচরী হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
-
২০২০ সালে রিশির মৃত্যু তার জীবনে এক গভীর শূন্যতা এনে দিলেও নিতু থেমে থাকেননি। সন্তানদের আগলে রেখে আবারও নিজের শক্তিকে জড়ো করে সামনের পথে হাঁটেন।