‘স্লো মোশনের রাজা’ রাঘবের জন্মদিন আজ
নাচ মানেই যেন ছন্দ, গতি আর প্রাণ। আর এই গতির মাঝেই ধীরে ধীরে ছন্দের এক নতুন সংজ্ঞা এনে দিয়েছিলেন যিনি, তিনি হলেন রাঘব জুয়াল। ‘ক্রোকরোকজ’ নামে পরিচিত এই ড্যান্সার, কোরিওগ্রাফার ও অভিনেতা আজ পা দিলেন জীবনের ৩৪ বছরে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৯১ সালের এই দিনে উত্তরাখণ্ডের দেহরাদুনে জন্ম নেওয়া রাঘব আজ ভারতীয় বিনোদন জগতের এক অনন্য নাম।
-
‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স সিজন ৩’ তে অংশ নিয়ে নজর কেড়েছিলেন রাঘব। যদিও অডিশনে তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন, পরে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ পেয়ে তিনি যা করে দেখিয়েছিলেন, তা ছিল এক কথায় বিস্ময়কর। তার অভিনব স্লো মোশন স্টাইল তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।
-
নাচের মঞ্চ কাঁপানো রাঘব পরে নাম লেখান রিয়ালিটি শো হোস্টিংয়ে, যেমন- ‘ড্যান্স প্লাস’, ‘ডান্স চ্যাম্পিয়নস’ ইত্যাদি।
-
শুধু তাই নয়, বলিউডেও দেখা গেছে তাকে ‘এবিসিডি ২’, ‘নওয়াবজাদে’, ‘কিসি কা ভাই কিসি কি জান’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।
-
রাঘব জুয়ালের অনন্যতা শুধু তার নাচে নয়, তার সরল হাসি, নিপুণ উপস্থাপনা ও মঞ্চে প্রাণবন্ত উপস্থিতিতে। তিনি নিজেই একটি ব্র্যান্ড, যিনি কোনও গডফাদার ছাড়াই নিজের জায়গা তৈরি করেছেন।