ক্যাটরিনা কাইফ: পর্দার বাইরে এক পরিশ্রমী নারীর প্রতিচ্ছবি
বলিউডের ঝলমলে দুনিয়ায় তারকারা যেন সবসময়ই রূপে-গ্ল্যামারে মোড়ানো এক স্বপ্ন। ক্যামেরার ফ্ল্যাশে যাদের জীবন ঝলমলে দেখায়, তাদের পেছনের গল্পটা কিন্তু অনেকটাই আলাদা। আজ বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের জন্মদিন। এই দিনেই জন্ম নিয়েছিলেন এক পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা নারী, যিনি শুধু অভিনয়েই নয়; নিজের স্ট্রাগল, পরিশ্রম আর নীরব অধ্যবসায়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৩ সালের এই দিনে হংকংয়ে তার জন্ম। তার মা স্যুজান টার্কোটি একজন ইংরেজ আইনজীবী ও সমাজসেবী এবং বাবা মোহাম্মদ কাইফ একজন কাশ্মীরি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী। বাবা-মায়ের বিচ্ছেদের পর মা স্যুজানের সঙ্গে ক্যাটরিনা বড় হয়েছেন হাওয়াই, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপানসহ বহু দেশে। বহু দেশে ঘুরে বেড়ানো, নতুন নতুন সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা এবং সাত ভাইবোনের মধ্যে নিজেকে গড়ে তোলার যাত্রাটা সহজ ছিল না।
-
মাত্র ১৭ বছর বয়সে প্রথম ভারতে পা রাখেন এই নায়িকা। লন্ডনে মডেলিং করতে করতে তার চোখে পড়ে বলিউডের রঙিন দুনিয়া। হিন্দি ভাষা জানতেন না, সংস্কৃতি ছিল একেবারে ভিন্ন।
-
২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে তার বলিউডে যাত্রা শুরু হলেও তা দর্শক বা সমালোচক, কেউই গ্রহণ করেননি। কিন্তু সেখান থেকেই শুরু হয় পরিশ্রম আর শিখে নেওয়ার লড়াই।
-
হিন্দি শেখা, ভারতীয় সংস্কৃতি বোঝা, নাচে দক্ষতা অর্জন-প্রতিটি বিষয়েই নিজেকে তৈরির জন্য কঠোর পরিশ্রম করেছেন ক্যাট।
-
ক্যাটরিনা একাধিক ভাষা শিখেছেন, ধৈর্য ধরে অভিনয়ে উন্নতি করেছেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি কখনোই হাল না ছাড়া।
-
‘নমস্তে লন্ডন’, ‘রেস’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’, ‘ধুম ৩’, ‘ভারত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘মেরি ক্রিসমাস’-এমন বহু সুপারহিট সিনেমার মাধ্যমে ক্যাট প্রমাণ করেছেন তিনি শুধু ‘সুন্দরী নায়িকা’ নন; একজন নিখুঁত পেশাদার এবং ক্যামেরার পেছনেও একজন পরিশ্রমী কর্মী।
-
বিশেষ করে তার আইটেম সং ‘শিলা কি জওয়ানি’ এবং ‘চিকনি চামেলি’তে পারফরম্যান্স দেখিয়ে তিনি বলিউডে নতুন ধারা এনেছেন। নাচে তার পারদর্শিতা, কোরিওগ্রাফির প্রতি শ্রদ্ধা এবং হাজার বার রিহার্সাল করার মানসিকতা তাকে আলাদা জায়গায় নিয়ে গেছে।
-
কাজ নিয়ে আলোচনায় থাকলেও ব্যক্তিগত জীবন পর্দার বাইরে রাখতেই পছন্দ করেন এই অভিনেত্রী।
-
২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে তার বিয়ের খবর চমকে দিয়েছিল সবাইকে। তাদের বিয়ে ছিল ব্যক্তিগত ও গ্ল্যামারবিহীন-যা তাদের সম্পর্কের গভীরতা এবং আন্তরিকতার প্রতিচ্ছবি।