স্ট্র্যাপলেস থেকে স্টেটমেন্ট, মনামী জানেন কীভাবে বাজিমাত করতে হয়
চোখে মুগ্ধতা ছড়ানো হাসি, প্রাণবন্ত অভিব্যক্তি আর দুর্দান্ত ফ্যাশন সেন্স-এই তিনটি উপাদানেই যেন গঠিত মনামী ঘোষের স্টাইল আইডেন্টিটি। বয়স চল্লিশের কোঠায় হলেও সময় যেন তার শরীরে স্পর্শ ফেলেনি। তার উপস্থিতিতে এমন এক উচ্ছ্বাস থাকে, যা আজকের যেকোনো জেন–জির ফ্যাশন ইনফ্লুয়েন্সারকেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। সম্প্রতি ইনস্টাগ্রামে দেখা মিলেছে মনামীর ব্ল্যাক আউটফিটে দুই ভিন্ন মোহময় রূপে। দুটি লুকেই যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। চলুন দেখে নেই এই স্টাইল স্টেটমেন্টের প্রতিটি ডিটেইল। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
স্ট্র্যাপলেস, করসেট-কাট মিনিড্রেসে মনামী যেন পুরনো হলিউডের রেড কার্পেট এলিগেন্সকে ফিরিয়ে এনেছেন আধুনিক ঢঙে। বডি-হাগিং এই আউটফিটে তার আকর্ষণীয় শারীরিক ভাষা হয়ে উঠেছে আরও বলিষ্ঠ।
-
সিলভার পয়েন্টেড স্টিলেটো হিল, কানজুড়ে ঝলমল করা মিউ মিউ ব্র্যান্ডের স্টেটমেন্ট স্টাড, আর রেট্রো-রোমান্টিক টাচ দেওয়া একটি কালো লেস বো-সব মিলিয়ে যেন পরিপূর্ণ এক ‘ফ্যাশন ফ্যান্টাসি’।
-
গোলাপি আভা দেওয়া ব্লাশ, নিখুঁত উইংড আইলাইনার, আর ক্লাসিক লাল ঠোঁট মনামীর এই সাজ যেন এক মোহময় আর্ট ওয়ার্ক।
-
আরেকটি লুকে মনামী যেন হয়ে উঠেছেন একেবারে বোল্ড গ্ল্যাম কুইন। ডিপ নেকলাইন ফুলস্লিভ ভেলভেট টপ আর ম্যাচিং মিনি স্কার্টে তার স্টাইল এক কথায় চিত্তাকর্ষক।
-
পায়ে কালো স্টিলেটো হিল, হাতে দিওরের বিলাসবহুল ভ্যানিটি কেস ব্যাগ-যা লুকে এনেছে অতিরিক্ত লাক্সারিয়াস ফ্লেয়ার।
-
হালকা পিচ টোনের লিপস্টিক, ফ্লাশি হাইলাইটার আর ক্যাট আই লাইনারে চোখ সাজিয়ে তিনি নিজেকে পরিণত করেছেন এক পার্টি ডিভায়। আর চুলে কালো ফিতায় বাঁধা বিনুনি আর ফ্রন্ট ফ্রিঞ্জের হেয়ারকাট মনামীর এই লুককে দিয়েছে একধরনের স্টাইল স্টেটমেন্টের স্থায়িত্ব।