স্ট্র্যাপলেস থেকে স্টেটমেন্ট, মনামী জানেন কীভাবে বাজিমাত করতে হয়

প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৭ জুলাই ২০২৫ আপডেট: ০৪:০৬ পিএম, ১৭ জুলাই ২০২৫

চোখে মুগ্ধতা ছড়ানো হাসি, প্রাণবন্ত অভিব্যক্তি আর দুর্দান্ত ফ্যাশন সেন্স-এই তিনটি উপাদানেই যেন গঠিত মনামী ঘোষের স্টাইল আইডেন্টিটি। বয়স চল্লিশের কোঠায় হলেও সময় যেন তার শরীরে স্পর্শ ফেলেনি। তার উপস্থিতিতে এমন এক উচ্ছ্বাস থাকে, যা আজকের যেকোনো জেন–জির ফ্যাশন ইনফ্লুয়েন্সারকেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। সম্প্রতি ইনস্টাগ্রামে দেখা মিলেছে মনামীর ব্ল্যাক আউটফিটে দুই ভিন্ন মোহময় রূপে। দুটি লুকেই যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। চলুন দেখে নেই এই স্টাইল স্টেটমেন্টের প্রতিটি ডিটেইল। ছবি: ইনস্টাগ্রাম থেকে