বলিউড থেকে হলিউড, ফ্যাশনের অলিখিত রানি প্রিয়াঙ্কা
তিনি শুধুই অভিনেত্রী নন, তিনি একজন চলমান অনুপ্রেরণা। বলিউড থেকে যাত্রা শুরু করে আজ তিনি হলিউডের গ্ল্যামার জগতেও নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। বলছি প্রিয়াঙ্কা চোপড়ার কথা। আজ তার জন্মদিন। এই প্রতিভাবান অভিনেত্রী এখন শুধুই ভারতীয় তারকা নন, তিনি একজন আন্তর্জাতিক আইকন। তার ক্যারিয়ার যেমন চমকপ্রদ, তেমনি তার ফ্যাশন সেন্সও নজরকাড়া। এক কথায় তিনি ফ্যাশনের অলিখিত রানী। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮২ সালের এই দিনে ভারতের ঝারখন্ড রাজ্যের জামশেদপুর শহরে (তৎকালীন বিহার) তার জন্ম। তিনি এক সেনা পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলায় বিভিন্ন শহরে ঘুরে ঘুরে বড় হয়েছেন যেমন-দিল্লি, চণ্ডীগড়, লখনউ, ব্যাঙ্গালুরু ও আমেরিকাতেও কিছু সময় কাটিয়েছেন। এই বৈচিত্র্যময় শৈশবই তার ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করেছে।
-
২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে সবার নজরে আসেন প্রিয়াঙ্কা। তারপর বলিউডে পা রাখেন ‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’ সিনেমার মাধ্যমে। ধীরে ধীরে একের পর এক ছবিতে অভিনয় করে গড়ে তুলেছেন শক্ত অবস্থান। ‘অন্দাজ’, ‘মুজসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি’, ‘কৃষ’, ‘বাজিরাও মস্তানি’ প্রতিটি ছবিতেই তার পারফরম্যান্সে দেখা গেছে অভিনয়ের গাঁথুনি আর স্টাইলের মুন্সিয়ানা।
-
বলিউডে জনপ্রিয়তার চূড়ায় থাকতেই তিনি পাড়ি জমান হলিউডে। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ তে এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিশ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসিত হন প্রিয়াঙ্কা। এরপর ‘বেওয়াচ’, ‘দ্য হোয়াইট টাইগার’, এবং সাম্প্রতিক ‘সিটাডেল’-এ তার উপস্থিতি তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিণত করেছে এক গ্লোবাল তারকায়। হলিউডের রেড কার্পেটে বারবার তার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।
-
প্রিয়াঙ্কার ফ্যাশন নিয়ে সবচেয়ে বড় কথা হলো তিনি ট্রেন্ড অনুসরণ করেন না, তিনি নিজেই ট্রেন্ড তৈরি করেন। সাহসী, পরীক্ষাধর্মী আর আত্মবিশ্বাসী তার প্রতিটি লুক।
-
কখনো ক্লাসিক শাড়িতে, কখনো ঝলমলে গাউন, কখনো ক্যাজুয়াল জিনস–টি-শার্টে তিনি অনায়াসে জাঁকজমক আর স্বাচ্ছন্দ্যের মিশেল ঘটান।
-
মেট গালায় তার উপস্থিতি নিয়ে বিশ্ব মিডিয়ায় তৈরি হয় আলোচনার ঝড়। বিশেষ করে ২০১৯ সালের মেট গালায় তার ডিওর কস্টিউম ও সাহসী মেকআপ যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ফ্যাশনের সংজ্ঞার প্রতিই। তার ড্রেসিং সেন্স শুধু পোশাকে সীমাবদ্ধ নয়, বরং পুরো পার্সোনালিটির প্রতিফলন।
-
নিক জোনাসের সঙ্গে বিয়ের পর আন্তর্জাতিক লাইমলাইটে আরও বেশি সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যক্তিজীবনের ঝলমল অংশের বাইরেও তিনি একজন মানবিক ও চেতনা-সম্পন্ন মানুষ।