রেড কার্পেট হোক বা ক্যাজুয়াল আউটিং, ভূমির স্টাইলে সবসময় চমক
বলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম ভূমি পেডনেকার। আজ তার জন্মদিন। ১৯৮৯ সালের এই দিনে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে তার জন্ম। এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা এবং ফ্যাশন সেন্স, দুটোতেই তৈরি করেছেন এক স্বতন্ত্র অবস্থান। প্রথম ছবিতে ভূমি যখন ক্যামেরার সামনে এলেন, তখনই দর্শক বুঝে গিয়েছিলেন এ শুধু আরেকটি গ্ল্যামারাস মুখ নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণ হলো, শুধু অভিনয়েই নয়, ফ্যাশনের মঞ্চেও তিনি দাপটের সঙ্গে হাঁটছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ভূমি পেডনেকারের স্টাইল স্টেটমেন্ট সবসময়ই সাহসী। হোক তা রেড কার্পেটের ঝলমলে আয়োজন কিংবা কোনও সাধারণ দিনের ক্যাজুয়াল লুক-সবখানেই রয়েছে তার নিজস্বতার ছাপ। তিনি ট্রেন্ডকে অনুসরণ করেন না, বরং নিজের কমফোর্ট আর ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়ে তৈরি করেন নিজের ফ্যাশনপথ।
-
রেড কার্পেটে তাকে দেখা গেছে থাই-হাই স্লিট গাউন, ডিপ নেকলাইন অথবা এক কাঁধ খোলা পোশাকে, যেখানে কনফিডেন্সই ছিল সবচেয়ে বড় অলঙ্কার। আবার ইভেন্টের বাইরে বা এয়ারপোর্ট লুকে তিনি পছন্দ করেন ওভারসাইজ জ্যাকেট, ডেনিম, কটন কুর্তি কিংবা বোহো আউটফিট-যা সাধারণ হলেও তার ক্যারি করার ভঙ্গিই সেটিকে করে তোলে স্টাইলিশ।
-
ভূমির স্টাইলের আরেকটি বিশেষ দিক হলো তার শরীরচর্চা ও ‘বডি পজিটিভিটি’ বার্তা। বলিউডে যেখানে একটি নির্দিষ্ট শারীরিক কাঠামোকে ‘আইডিয়াল’ ধরে নেওয়া হয়, সেখানে ভূমি তার প্রথম ছবিতেই সেই ধারণায় আঘাত করেছিলেন। তিনি প্রমাণ করেছেন, ফ্যাশন মানে শুধুই রোগা শরীরে গ্ল্যামারাস পোশাক নয়, বরং তা হলো আত্মবিশ্বাসের প্রকাশ।
-
একইসঙ্গে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে যেমন তিনি ঝলমল করে ওঠেন, তেমনি ওয়েস্টার্ন গাউন বা ট্রাউজার–স্যুটেও অনায়াস। লেহেঙ্গা হোক বা সিল্ক শাড়ি, ভূমির রুচিশীল পছন্দ প্রতিটি লুকেই তাকে দেয় রূপ ও গরিমা।
-
ভূমি পেডনেকারের স্টাইল কোনোদিন একঘেয়ে হয়নি। তিনি ফ্যাশনে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। নিজের স্কিন টোন বা বডি টাইপ নিয়ে তিনি কখনোই হীনমন্য নন, বরং এগুলোকে গুরুত্ব দিয়েই তৈরি করেন নিজের ফ্যাশন জার্নি।