ভারতীয় সিনেমার নিরন্তর আলো নাসিরুদ্দিন শাহ
ভারতীয় নতুন সিনেমা তথা প্যারালাল সিনেমার কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ এর ৭৫তম জন্মদিন আজ। ১৯৫০ সালের এই দিনে ঐতিহাসিক উত্তরপ্রদেশের বারাবাঙ্কি শহরে তার জন্ম। ছবি: সোশ্যাল মিডিয়া
-
অভিনয়ের প্রতি তার অনুরাগ ছোটবেলা থেকে, সেই অনুরাগই তাকে গড়ে তুলেছে আজকের কিংবদন্তিতে।
-
নাসিরুদ্দিন শাহ পড়াশোনা শেষ করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে। পরে ভর্তি হন ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায়।
-
তার অভিনয়ের শুরু হয় ১৯৭৫ সালে শ্যাম বেনেগাল পরিচালিত ‘নিশান্ত’ সিনেমার মাধ্যমে। এরপর একে একে অভিনয় করেন সপারশ, মাসুম, পার, আক্রোশ, মির্চ মাসালাসহ একাধিক বাস্তবধর্মী ছবিতে।
-
এই ছবিগুলো ভারতীয় সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগতের গভীরতাকে তুলে ধরেছিল; আর নাসিরুদ্দিন শাহ ছিলেন সেই শক্তিশালী কণ্ঠস্বর, যিনি এই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছিলেন।
-
মঞ্চেও সমান পারদর্শী তিনি। ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন নিজের নাট্যদল ‘মোটলি প্রোডাকশনস’। এখান থেকে অভিনয় করেন শেক্সপিয়ারের নাটক থেকে শুরু করে স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং গোডট’ পর্যন্ত বহু প্রগতিশীল ও গভীর নাট্যে। তার মঞ্চাভিনয় একাধিক প্রজন্মের নাট্যশিল্পীদের অনুপ্রেরণা দিয়েছে।
-
বলিউড ছাড়িয়ে তিনি জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনেও। ২০০১ সালে মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ এবং ২০০৩ সালে হলিউডের ‘দ্য লিগ অব এক্সট্রঅর্ডিনারি জেন্টলম্যান’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান বিশ্বজুড়ে।
-
তার কণ্ঠস্বর, সংলাপ বলার ধরন ও গভীর দৃষ্টিভঙ্গি প্রতিটি ছবিতে এক অনন্য মাত্রা যোগ করেছে।
-
নাসিরুদ্দিন শাহ পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (তিনবার), ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা।
-
নাসিরুদ্দিন শাহ বিয়ে করেন অভিনেত্রী রত্না পাঠককে। তাদের সন্তান বিবান এবং ইমাদ শাহ এরইমধ্যে অভিনয় ও সংগীতের জগতে প্রতিষ্ঠা পেয়েছেন। আগের সংসারে হীবা শাহ নামে তার একটি কন্যাসন্তানও রয়েছে, তিনিও একজন অভিনেত্রী।