ভক্তদের চোখে শাহরুখ শুধু তারকা নন, আবেগের নাম
চোখে গভীর চাহনি, ঠোঁটে সেই চিরচেনা হাসি আর পর্দা কাঁপানো উপস্থিতি-সব মিলিয়ে শাহরুখ খান শুধু একজন নায়ক নন, তিনি হয়ে উঠেছেন কোটি ভক্তের হৃদয়ের এক আবেগ। কেউ তাকে দেখে প্রথম প্রেমের অনুভূতি খুঁজে পান, কেউবা অনুপ্রেরণা। দিলওয়ালে রাজ হোক বা ‘পাঠান’ এর দুর্ধর্ষ অ্যাকশন হিরো, প্রতিটি রূপেই দর্শক খুঁজে পেয়েছেন একটিই নাম কিং খান। তার স্টাইল, সংলাপ, কিংবা জীবনদর্শন সবই আজ রীতিমতো ‘আইকনিক’। গ্যালারির প্রতিটি ছবিতেই যেন ধরা পড়েছে সেই আবেগের ছোঁয়া, যে ভালোবাসা এক যুগ, দুই যুগ নয়, টানা তিন দশক ধরে অটুট। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
নব্বই দশকের শুরুতে ‘দেয়ারি লাভার’ ইমেজ নিয়ে যখন তিনি পর্দায় পা রাখেন অনেকেই ভেবেছিলেন এই রোমান্টিক তরুণ বেশিদিন টিকবেন না। কিন্তু রাজ হয়ে আসা সেই তরুণ খুব দ্রুত হয়ে উঠলেন প্রতিটি প্রেমিক মন ও মেয়ের স্বপ্নের পুরুষ।
-
‘ডিডিএলজে’র রাজ, ‘মাই নেম ইজ খান’ এর রিজওয়ান কিংবা ‘চক দে ইন্ডিয়া’র কোচ শাহরুখ নিজেকে একেক সময় একেক রূপে ভেঙেছেন, আবার গড়েছেন।
-
সম্প্রতি এক কনসার্টে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়া এক তরুণী ভক্তের জীবন বাঁচাতে উদ্যোগী হন শাহরুখ নিজেই।
-
টিমকে নির্দেশ দেন, হাসপাতালে ভর্তির পর নিয়মিত খোঁজও নেন। এমন মুহূর্তে আবার মনে করিয়ে দেন তিনি শুধু চরিত্রে নয়, জীবনেও একজন হিরো।
-
এর আগেও বহুবার তার সহানুভূতিশীল মন ভক্তদের আবেগে আলোড়ন তুলেছে চিকিৎসার খরচ চালানো, গোপনে সাহায্য পাঠানো কিংবা কোনো ভক্তের অসুস্থতায় পাশে দাঁড়ানো।
-
ভক্তরা বলেন, ‘আমরা তাকে শুধু সিনেমার জন্য ভালোবাসি না, আমরা ভালোবাসি তাকে মানুষ হিসেবে, তার ভেতরের সৌন্দর্যের জন্য।’