বিচ, বিকিনি আর ভালোবাসা, প্রিয়াঙ্কার বাহামাস ডায়েরি

প্রকাশিত: ১২:০২ পিএম, ২১ জুলাই ২০২৫ আপডেট: ১২:০২ পিএম, ২১ জুলাই ২০২৫

৪৩তম জন্মদিনটা যেন রূপকথার মতো করে কাটালেন প্রিয়াঙ্কা চোপড়া। ক্যারিয়ারের ব্যস্ততা, হলিউড-বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু হয়েও সময়টা রাখলেন শুধুই নিজের জন্য। আরও নির্দিষ্ট করে বললে পরিবার ও ভালোবাসার জন্য। স্বামী নিক জোনাস, কন্যা মালতী মেরী ও শ্বশুরবাড়ির ঘনিষ্ঠদের নিয়ে উড়াল দিলেন বাহামাসের স্বপ্নসৌন্দর্যে। রোদে গা ভিজিয়ে, সাগরের ঢেউয়ে পা ডুবিয়ে, একের পর এক গ্ল্যামারাস বিকিনি লুকে তিনি যেন পুরো দ্বীপে ছড়িয়ে দিলেন নিজের স্টাইল স্টেটমেন্ট। ইনস্টাগ্রামে ধরা পড়া মুহূর্তগুলো শুধু ভ্যাকেশন নয়, যেন হয়ে উঠেছে এক ভালোবাসার দিনলিপি। সেই রঙিন ডায়েরির পাতা খুলেই এবার দেখে নেই প্রিয়াঙ্কার এই বিশেষ সফরের সেরা সব লুক ও মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে