গ্ল্যামার পেরিয়ে গভীরতা, জন্মদিনে জানুন সুরিয়ার অজানা কিছু

প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৩ জুলাই ২০২৫ আপডেট: ০১:৩২ পিএম, ২৩ জুলাই ২০২৫

চকচকে রুপালি পর্দা, চোখ ধাঁধানো আলো আর স্টারডম-এইসব কিছুতেই তিনি আছেন, কিন্তু তাতেই যেন তার পরিচয় সীমাবদ্ধ নয়। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সুরিয়া শিবকুমার এমন একজন তারকা, যিনি গ্ল্যামার পেরিয়ে সমাজ ও বাস্তব জীবনে হয়ে উঠেছেন অনুপ্রেরণার নাম। আজ তার জন্মদিনে চলুন জেনে নিই তার কিছু অজানা অধ্যায় পর্দার বাইরে থাকা এক সত্যিকারের ‘নায়ক’ এর গল্প। ছবি: ফেসবুক থেকে