সাউন্ডট্র্যাক থেকে সুপারস্টারডম, বিজয় অ্যান্টনির অনন্য জার্নি

প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৪ জুলাই ২০২৫ আপডেট: ১১:৫৭ এএম, ২৪ জুলাই ২০২৫

একজন মানুষ যখন একাধারে সুরকার, গায়ক, অভিনেতা, সম্পাদক, পরিচালক এবং প্রযোজক তখন তার জীবনগল্প নিছক এক ক্যারিয়ার নয়, হয়ে ওঠে এক অনুপ্রেরণার মহাকাব্য। তেমনই এক অনন্য নাম বিজয় অ্যান্টনি। আজ জন্ম নেওয়া এই বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তি তামিল বিনোদন জগতকে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সৃষ্টি। সাউন্ডট্র্যাক দিয়ে যাত্রা শুরু করলেও আজ তিনি নিজেই পর্দার এক অবিচ্ছেদ্য মুখ। বিজয়ের এই রূপান্তর কেবল পেশাগত নয়, বরং এটি আত্মপরিচয় খোঁজার এক আবেগঘন অভিযাত্রাও। ছবি: ফেসবুক থেকে