‘সাইয়ারা’ দিয়ে বাজিমাত, কে এই অনীত পাড্ডা?
বলিউডের রূপালি পর্দায় হঠাৎ করেই আলো ছড়ানো এক নাম অনীত পাড্ডা। কোনও তারকাসন্তান নন, নয় বড় কোনো প্রযোজক পরিবারের সদস্য। তবু নিজের প্রতিভা আর পরিশ্রমে বাজিমাত করেছেন প্রথম ছবিতেই। ২০২৫ সালের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’তে নায়িকা হয়ে হাজির হয়েই মাতিয়ে দিয়েছেন দর্শক হৃদয়। বক্স অফিসের রেকর্ড গড়া আয় যেমন তার অভিষেককে স্মরণীয় করেছে, তেমনি কৌতূহলও জাগিয়েছে কে এই অনীত পাড্ডা? কোথা থেকে এলেন, কীভাবে তৈরি হলো তার বলিউড যাত্রার রূপকথা? অভিনয় থেকে গান, সবক্ষেত্রেই নিজের স্বতন্ত্রতা দেখানো এই তরুণী এখন আলোচনার কেন্দ্রে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বড়পর্দায় মূল চরিত্রে তার প্রথম আত্মপ্রকাশ। রোমান্টিক ঘরানার এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত আহান পাণ্ডে।
-
১৮ জুলাই ভারতে মুক্তি পাওয়া ছবিটি এরইমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে।
-
পাঞ্জাবের অমৃতসরে ২০০২ সালের অক্টোবর মাসে জন্ম নেওয়া অনীতের বেড়ে ওঠা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। সিনেমার ঝলমলে দুনিয়া থেকে অনেকটাই দূরে ছিল তার শৈশব-কৈশোর। তবে কৈশোর পেরোতেই তার মন টানে বিনোদনজগতে।
-
শুরু করেন মডেলিং দিয়ে। বিজ্ঞাপনে কাজ করতে করতেই ধীরে ধীরে প্রবেশ করেন অভিনয়ের দুনিয়ায়।
-
২০২২ সালে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ ছবির মাধ্যমে সিনেমায় পা রাখেন অনীত, যদিও সেখানে তিনি ছিলেন একজন অতিরিক্ত চরিত্রে।
-
এরপর ২০২৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর আলোচিত ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এই সিরিজে পূজা ভাট, রাইমা সেন ও জোয়া হুসেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।
-
শুধু অভিনয়েই নয়, সংগীতেও অনীতের প্রতিভা প্রশংসার দাবিদার। ২০২৪ সালে প্রকাশিত হয় তার কণ্ঠে গাওয়া প্রথম গান ‘মাসুম’, যা শ্রোতামহলে দারুণ সাড়া ফেলে। একই বছরে তিনি একটি টেলিভিশন সিরিজে পার্শ্বচরিত্রেও নজর কাড়েন।
-
সবশেষে ‘সাইয়ারা’ যেন অনীতের জন্য ভাগ্যবদলের দরজা খুলে দিয়েছে। মোহিত সুরি পরিচালিত এই ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করে ২১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২৫ কোটি এবং তৃতীয় দিনে ৩৭ কোটি রুপি।
-
সব মিলিয়ে প্রথম সপ্তাহান্তে ছবির মোট আয় দাঁড়ায় ১০৫ কোটি রুপি, যা একটি নবাগত অভিনেত্রীর ছবির জন্য রীতিমতো রেকর্ড।
-
অনীত পাড্ডা এখন আর শুধু একটি নাম নয়, বলিউডের নতুন সম্ভাবনার প্রতিচ্ছবি।