পাঞ্জাবি গার্ল থেকে গ্ল্যামার আইকন, কঙ্গনা শর্মার যাত্রা
২০১২ সালে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন পাঞ্জাবি অভিনেত্রী কঙ্গনা শর্মা। ৩৬ বছর বয়সী এই সুন্দরী শুধুই সিনেমার গণ্ডিতে সীমাবদ্ধ নন, হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি তিনি কাজ করেছেন পাঞ্জাবি মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্রেও। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন তাকে ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে নিয়মিত। ছবি: ফেসবুক থেকে
-
২০১৪ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস মেক্সিকো’-তে অংশ নিয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
-
যদিও মূলধারার চলচ্চিত্রে তার তেমন দাপট দেখা যায়নি, তবু সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পাবলিক ইভেন্টে প্রায়শই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। তার বোল্ড এবং কনফিডেন্ট লুক নজর কাড়ে বারবার।
-
ফ্যাশনের ভাষায় নিঃসন্দেহে বলা যায় স্টাইলের সাহসী উপস্থাপনায় কঙ্গনা জানেন কীভাবে নিজেকে আলাদা করে তুলতে হয়।
-
কখনও ট্রাডিশনাল লুকে, কখনও শর্ট ড্রেসে, কখনও আবার ঝলমলে গাউন পরে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি। তার ইনস্টাগ্রাম বা রেড কার্পেট লুক একবার দেখলেই বোঝা যায় কঙ্গনা জানেন কীভাবে নিজেকে সবচেয়ে আলাদা করে উপস্থাপন করতে হয়।
-
এনিম্যাল প্রিন্টের হলটারনেক ড্রেসে ব্যাকলেস ও থাই স্লিট ডিজাইনে উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী।