ফ্যাশনের ফ্রেমে দুলকার, স্টাইলিশ স্টার থেকে সাউথের হার্টথ্রব
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে স্টাইল আর আত্মবিশ্বাসের এক মোহনীয় নাম দুলকার সালমান। তিনি কেবল একজন সফল অভিনেতাই নন, বরং বর্তমান প্রজন্মের জন্য ফ্যাশনের এক জীবন্ত অনুপ্রেরণা। বাবা ম্যামুটি দক্ষিণ ভারতের সিনেমা জগতের কিংবদন্তি হলেও, দুলকার তার নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন অভিনয় ও ফ্যাশনের মেলবন্ধনে। ‘স্টার কিড’ পরিচয়ের আড়াল ভেঙে দুলকার হয়ে উঠেছেন এক নিখুঁত স্টাইল আইকন-যার প্রতিটি পদক্ষেপই যেন হয়ে ওঠে একেকটি ট্রেন্ড। ছবি: ফেসবুক থেকে
-
দুলকার সালমানের ফ্যাশন সেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সাদামাটা হয়ে নজর কাড়া।
-
কখনো লিনেন শার্ট আর ক্লাসিক ট্রাউজারে তাকে দেখা যায়, আবার কখনো একদমই ক্যাজুয়াল হুডি কিংবা বম্বার জ্যাকেটে। কিন্তু প্রতিটি লুকে তিনি যেন নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন আত্মবিশ্বাস, পরিমিতি আর ব্যক্তিত্বের সৌন্দর্য। এই ভারসাম্যই তাকে করে তুলেছে একজন ব্যতিক্রমধর্মী ফ্যাশন ব্যক্তিত্ব।
-
অনেক অভিনেতা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফ্যাশনকে উপস্থাপন করেন। কিন্তু দুলকার যেন নিজেই এক ব্র্যান্ড। তার ইনস্টাগ্রাম পোস্টগুলোতে চোখ রাখলেই বোঝা যায় স্টাইল তার কাছে শুধুই বাহ্যিক সাজসজ্জা নয় বরং এটা তার মনন ও রুচির প্রকাশ।
-
রঙের সঙ্গে তার এক অসাধারণ বোঝাপড়া রয়েছে প্যাস্টেল, আর্থি টোন বা ক্লাসিক ব্ল্যাক-হোয়াইট; সবেতেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান তিনি।
-
‘চার্লি’, ‘ওক কামিং বেকামিং’, ‘সিতা রামম’ বা ‘কারওয়ান’ প্রত্যেকটি সিনেমাতেই দুলকারের পোশাক নির্বাচন ছিল চরিত্রের আবহ অনুযায়ী। তিনি যেন কেবল অভিনয় করেন না, বরং পর্দায় প্রতিটি পোশাক দিয়ে চরিত্রকে জ্যান্ত করে তোলেন। এই দৃষ্টিভঙ্গিই তাকে আলাদা করে দিয়েছে।
-
তিনি প্রমাণ করেছেন, ফ্যাশন মানে শুধু সুন্দর দেখানো নয় বরং চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার এক শিল্প।
-
রেড কার্পেট হোক কিংবা কোনো সিনেমার প্রচারণা দুলকার কখনোই একঘেয়ে নয়। কখনো টার্টলনেক আর ট্রেঞ্চ কোট, কখনো বা ধুতি-পাঞ্জাবিতে হাজির হয়ে তিনি ভক্তদের দিয়েছেন এক অন্যরকম চমক। তার এমন বহুমাত্রিক ফ্যাশন এক্সপেরিমেন্ট তাকে করেছে সময়োপযোগী ও ট্রেন্ডসেটিং।
-
শুধু ভারতের মধ্যেই নয়, আন্তর্জাতিক ফ্যাশন পোর্টালগুলোতেও দুলকারের লুক নিয়ে আলাদা আলোচনা হয়েছে বহুবার।
-
দুলকার সালমান কখনোই চড়া মেকওভার বা আকর্ষণীয় সাজে ভরসা রাখেন না। বরং তার ব্যক্তিত্ব থেকেই আসে একধরনের ভারসাম্যপূর্ণ আকর্ষণ। তার ভদ্রতা, সৌজন্যবোধ এবং পরিশীলিত আচরণ তার স্টাইলকে আরও বেশি উজ্জ্বল করে তোলে। এই অনাবিল সৌন্দর্যই তাকে ভিন্ন করে তোলে প্রচলিত তথাকথিত ‘হ্যান্ডসাম হিরো’র কাঠামো থেকে।