ফ্যাশনের ফ্রেমে দুলকার, স্টাইলিশ স্টার থেকে সাউথের হার্টথ্রব

প্রকাশিত: ০৮:১৪ এএম, ২৮ জুলাই ২০২৫ আপডেট: ০৮:১৪ এএম, ২৮ জুলাই ২০২৫

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে স্টাইল আর আত্মবিশ্বাসের এক মোহনীয় নাম দুলকার সালমান। তিনি কেবল একজন সফল অভিনেতাই নন, বরং বর্তমান প্রজন্মের জন্য ফ্যাশনের এক জীবন্ত অনুপ্রেরণা। বাবা ম্যামুটি দক্ষিণ ভারতের সিনেমা জগতের কিংবদন্তি হলেও, দুলকার তার নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন অভিনয় ও ফ্যাশনের মেলবন্ধনে। ‘স্টার কিড’ পরিচয়ের আড়াল ভেঙে দুলকার হয়ে উঠেছেন এক নিখুঁত স্টাইল আইকন-যার প্রতিটি পদক্ষেপই যেন হয়ে ওঠে একেকটি ট্রেন্ড। ছবি: ফেসবুক থেকে