নেশা-জেল আর ঘুরে দাঁড়ানো, সঞ্জয়ের জীবনের অন্যরকম কাহিনি
বলিউডের রঙিন জগতে বহু তারকার উত্থান-পতনের গল্প আছে। কিন্তু সঞ্জয় দত্তের জীবন যেন এক ভিন্ন ঘরানার চিত্রনাট্য; যেখানে আছে জনপ্রিয়তা, নেশার অন্ধকার, আইনের জটিলতা আবার আছে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত উদাহরণও। বিখ্যাত অভিনেতা সুনীল দত্ত ও নার্গিসের সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন তিনি, কিন্তু তার জীবন কখনও সরল পথে চলেনি। তরুণ বয়সে মাদকাসক্তি, তারপর জেলজীবন সবকিছু ছাপিয়ে তিনি ফিরে এসেছেন নতুন রূপে, নতুন মানসিকতায়। শুধু রূপালি পর্দায় নয়, বাস্তব জীবনেও সঞ্জয় হয়ে উঠেছেন এক ‘ফাইটার’। তার এই জন্মদিনে ফিরে দেখা যাক আলো-ছায়ার সেই জীবনের গল্প, যা অনুপ্রেরণা হতে পারে যেকোনো বিপর্যস্ত মানুষর জন্য। ছবি: ফেসবুক থেকে
-
১৯৫৯ সালের এই দিনে বলিউডের বিখ্যাত অভিনেতা সুনীল দত্ত ও জনপ্রিয় অভিনেত্রী নার্গিসের ঘরে তার জন্ম।
-
ছোট থেকেই মায়ের মতো অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। সঞ্জয় দত্তের শৈশবের দিনগুলো পার হয়েছিল গ্ল্যামার ও স্বপ্নের মাঝে, কিন্তু পরবর্তীতে জীবনের বাস্তবতা তাকে অন্যরকম পথে নিয়ে যায়।
-
সঞ্জয়ের জীবনে নেশার ছায়া দীর্ঘদিনের সঙ্গে ছিল। বলিউডের দ্রুত গ্ল্যামার আর চাপের মধ্যে অনেক তারকাই একসময় বিভিন্ন ধরনের নেশার শিকার হন। সঞ্জয়ও এর ব্যতিক্রম না।
-
মাদকাসক্তি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধাক্কা দেয়। এটি ছিল তার জীবনের এক অন্ধকার অধ্যায়, যেটা তিনি অনেকটা লড়াই করে অতিক্রম করতে পেরেছেন।
-
সঞ্জয় দত্তের জীবনের অন্যতম আলোচিত অধ্যায় ছিল তার আইনি ঝামেলা। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের পর সঞ্জয় দত্তের বিরুদ্ধে অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত অভিযোগ আনা হয়। এই মামলা তাকে দীর্ঘদিন জেলজীবনের মুখোমুখি করায়। জেল জীবনের সেই সময় সঞ্জয়কে অনেক কিছু শিখিয়েছে ধৈর্য, আত্মবিশ্লেষণ এবং জীবন সম্পর্কে নতুন উপলব্ধি।
-
কঠিন সময় পার করে সঞ্জয় দত্ত ফিরে এসেছেন সম্পূর্ণ নতুন চেতনা নিয়ে। তিনি তার ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করেছেন এবং প্রমাণ করেছেন, জীবনের যেকোনো অন্ধকার মুহূর্ত থেকে ওঠা সম্ভব।
-
‘মুন্নাভাই’ সিনেমায় তার অভিনয় যেমন দর্শকদের হৃদয় স্পর্শ করেছে, তেমনি বাস্তব জীবনে তার সংগ্রাম অনেকের জন্য অনুপ্রেরণার উৎস।
-
তার ফিরে আসা শুধু চলচ্চিত্র জগতেই নয়, ব্যক্তিগত জীবনেও হয়েছে একটি নতুন অধ্যায়ের সূচনা। পরিবার ও ভক্তদের ভালোবাসা পেয়ে তিনি আজ সুস্থ ও সক্রিয় রয়েছেন।
-
সঞ্জয় দত্তের জীবন প্রমাণ করে মানুষের জীবনে যতই বাধা আসুক, মনোবল আর সংকল্প থাকলে সব পার করা সম্ভব। নেশা থেকে মুক্তি, আইনের সঙ্কট থেকে জীবনের নতুন যাত্রা সব কিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন বলিউডের এক অবিস্মরণীয় নায়ক ও মানুষের প্রতি বিশ্বাসের প্রতীক।