নেশা-জেল আর ঘুরে দাঁড়ানো, সঞ্জয়ের জীবনের অন্যরকম কাহিনি

প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৯ জুলাই ২০২৫ আপডেট: ০৫:৪০ পিএম, ০২ আগস্ট ২০২৫

বলিউডের রঙিন জগতে বহু তারকার উত্থান-পতনের গল্প আছে। কিন্তু সঞ্জয় দত্তের জীবন যেন এক ভিন্ন ঘরানার চিত্রনাট্য; যেখানে আছে জনপ্রিয়তা, নেশার অন্ধকার, আইনের জটিলতা আবার আছে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত উদাহরণও। বিখ্যাত অভিনেতা সুনীল দত্ত ও নার্গিসের সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন তিনি, কিন্তু তার জীবন কখনও সরল পথে চলেনি। তরুণ বয়সে মাদকাসক্তি, তারপর জেলজীবন সবকিছু ছাপিয়ে তিনি ফিরে এসেছেন নতুন রূপে, নতুন মানসিকতায়। শুধু রূপালি পর্দায় নয়, বাস্তব জীবনেও সঞ্জয় হয়ে উঠেছেন এক ‘ফাইটার’। তার এই জন্মদিনে ফিরে দেখা যাক আলো-ছায়ার সেই জীবনের গল্প, যা অনুপ্রেরণা হতে পারে যেকোনো বিপর্যস্ত মানুষর জন্য। ছবি: ফেসবুক থেকে