খলনায়কের চরিত্রেও মানুষের হৃদয় জয় করেছেন সোনু সুদ
বলিউডের রঙিন পর্দায় যখন নায়ক আর খলনায়ক দুই মেরুর দুই বাসিন্দা, ঠিক তখনই ব্যতিক্রম হয়ে ওঠেন কেউ কেউ। সোনু সুদ তেমনই এক নাম, যিনি পর্দায় বারবার খলচরিত্রে অভিনয় করেও বাস্তব জীবনে হয়ে উঠেছেন মানুষের হৃদয়ের নায়ক। অভিনয়ের গণ্ডি পেরিয়ে তিনি ছুঁয়েছেন মানুষের জীবন, হয়ে উঠেছেন মানবতার এক অনন্য প্রতীক। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সিনেমায় যখন তাকে দেখা যায় শক্তিশালী খলনায়কের চরিত্রে রাগ, প্রতিশোধ, ক্ষমতার দম্ভে ভরপুর তখন অনেকেই ভাবেন, এই মানুষটির বাস্তব চরিত্র হয়তো কঠিন। কিন্তু বাস্তব জীবন যে ঠিক তার উল্টো চিত্র, তা বোঝা যায় ২০২০ সালের ভয়াল করোনা মহামারিতে।
-
সেই সময় যখন হাজারো অভিবাসী শ্রমিক পথহারা হয়ে পড়েছিলেন, যখন সরকার, প্রশাসন অনেকক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছিল, তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন সোনু সুদ। ব্যক্তিগত উদ্যোগে তিনি যেমন শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন, তেমনি অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স, ওষুধ, এমনকি চাকরির ব্যবস্থাও করেছিলেন।
-
তার এই প্রচেষ্টা ছিল নিঃস্বার্থ, নীরব, কিন্তু অসামান্য। এক খলনায়কের মুখে তখন সবার ধ্বনি ‘এই মানুষটা আসলেই নায়ক!’
-
সোনু সুদের অভিনয়জীবন শুরু হয় ১৯৯৯ সালে তামিল সিনেমা দিয়ে। এরপর ধীরে ধীরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘যোদ্ধা’, ‘আশিক বানায়া আপনে’, ‘সিং ইজ কিং’, ‘দাবাং’ বা ‘আর রাজকুমার’ সব সিনেমাতেই তিনি ছিলেন প্রভাবশালী খলনায়ক। কিন্তু তার অভিনয়ে কখনোই ছিল না অতিরঞ্জন, বরং ছিল চরিত্রের গভীরতা।
-
তিনি নিজের উপস্থিতি দিয়ে খলচরিত্রকে শুধু ভয়ংকর করে তোলেননি, বরং সেই ভয়েও একটা সৌন্দর্য তৈরি করেছেন। দর্শক ঘৃণা করলেও, তার অভিনয়ের মুন্সিয়ানা মেনে নিতে বাধ্য হয়েছেন সবাই।
-
২০২০ সালের মে মাস থেকে সোনু সুদের মানবিক উদ্যোগ শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে ওঠা অসংখ্য পোস্ট থেকে। কেউ সাহায্য চাইলে তিনি নিজে যোগাযোগ করতেন, নিজেই সমাধান করতেন। তার টিম গড়ে উঠেছিল পুরোটাই সাধারণ মানুষের স্বার্থে।
-
‘ঘর বেওগোং কো ঘর’, ‘আসুয়ো কা সাথ’, ‘প্রবাসী রোজগার’ এমন একাধিক প্রকল্পের মাধ্যমে তিনি অসংখ্য মানুষকে জীবন ফিরে পাওয়ার সুযোগ করে দেন। কারও জন্য বাসের টিকিট, কারও জন্য চিকিৎসা, আবার কারও জন্য নতুন চাকরি। এসব কাজ তাকে এনে দেয় হাজারো কণ্ঠের ভালোবাসা ও সম্মান।
-
বলিউডের রংচঙে দুনিয়ায় অনেকেই আছেন, যারা বড় মাপের তারকা। কিন্তু সোনু সুদ হয়ে উঠেছেন এমন এক ব্যক্তি, যিনি জনপ্রিয়তা কাজে লাগিয়েছেন অন্যের উপকারে। তিনি ‘নমিনেটেড নায়ক’ নয়, মানুষের ভালোবাসায় তৈরি ‘নির্বাচিত নায়ক’।
-
তিনি প্রমাণ করেছেন নায়কত্ব শুধু দেহের গঠন বা ক্যামেরার সামনে দাঁড়ানোর বিষয় নয়, বরং সাহস, সহানুভূতি আর দায়িত্ববোধের প্রকাশ।