এই অগাস্টে ‘বোর’ হওয়ার জো নেই, বলিউডে রিলিজের হিড়িক

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ৩১ জুলাই ২০২৫ আপডেট: ০১:৫১ পিএম, ৩১ জুলাই ২০২৫

জুলাই মাসে বলিউডপ্রেমীরা যেমন নিরাশ হয়েছেন, তেমনি নতুন আশার আলো নিয়ে ধরা দিচ্ছে অগাস্ট। গেল মাসে ‘মেট্রো ইন দিনো’র ব্যর্থতা হোক কিংবা ‘সাইয়ারা’র চমক, বলিউড তার নিজস্ব চমক বজায় রাখতে না পারলেও দর্শকদের মন জয় করে নিয়েছে কিছু ব্যতিক্রমী কাজ। তবে অগাস্ট মাস যেন ঠিক প্রস্তুতি নিয়ে এসেছে ধামাকা ঘটানোর। বড় তারকা, বড় বাজেট আর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের মেলা সবকিছু মিলে এই মাসটা বলিউডপ্রেমীদের জন্য হয়ে উঠতে চলেছে এক রোমাঞ্চকর সফর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, অগাস্ট মাসে বলিউডের প্রেক্ষাগৃহে কী কী ছবি আসছে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে