এই অগাস্টে ‘বোর’ হওয়ার জো নেই, বলিউডে রিলিজের হিড়িক
জুলাই মাসে বলিউডপ্রেমীরা যেমন নিরাশ হয়েছেন, তেমনি নতুন আশার আলো নিয়ে ধরা দিচ্ছে অগাস্ট। গেল মাসে ‘মেট্রো ইন দিনো’র ব্যর্থতা হোক কিংবা ‘সাইয়ারা’র চমক, বলিউড তার নিজস্ব চমক বজায় রাখতে না পারলেও দর্শকদের মন জয় করে নিয়েছে কিছু ব্যতিক্রমী কাজ। তবে অগাস্ট মাস যেন ঠিক প্রস্তুতি নিয়ে এসেছে ধামাকা ঘটানোর। বড় তারকা, বড় বাজেট আর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের মেলা সবকিছু মিলে এই মাসটা বলিউডপ্রেমীদের জন্য হয়ে উঠতে চলেছে এক রোমাঞ্চকর সফর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, অগাস্ট মাসে বলিউডের প্রেক্ষাগৃহে কী কী ছবি আসছে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
সন অব সর্দার ২: অজয় দেবগন ও ম্রুনাল ঠাকুরের জুটি এবার ফিরছে কমেডি ও অ্যাকশনের ঝাঁপিতে। স্কটল্যান্ডের পটভূমিতে এক মজার, দুঃসাহসিক ও পারিবারিক টানাপোড়েনের গল্প ‘সন অব সর্দার ২’ তে। এই সিনেমাটি মুক্তি পাবে ১ আগস্ট।
-
অজয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী: যোগী আদিত্যনাথের জীবনের অজানা অধ্যায় এবার রূপ নিচ্ছে রুপালি পর্দায়। তার শৈশব, সন্ন্যাসজীবন থেকে রাজনীতিতে উত্থান সবই থাকবে এই বায়োপিকে। একই দিনে মুক্তি পাবে এই সিনেমাটিও।
-
ধড়ক ২: সদ্য পরিচিত জুটি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি ফিরছেন এক হৃদয়বিদারক প্রেমকাহিনিতে। জাতপাত ও শ্রেণিবিভেদের বাস্তবতায় গড়ে ওঠা এক জটিল ভালোবাসার গল্প। প্রথমদিনেই ‘সন অব সর্দার ২’, ‘অজয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’ এর সঙ্গে পাল্লা দিবে ধড়ক ২।
-
জোরা: চার নারীর জীবন ঘিরে আবর্তিত এক রহস্যময় খুনের গল্প। কে এই ‘জোরা’? কী তার উদ্দেশ্য? এই মার্ডার থ্রিলারে উন্মোচিত হবে একের পর এক চমক। সেই চমক দেখার জন্য অপেক্ষা করতে হবে ৮ অগাস্টের জন্য।
-
হীর এক্সপ্রেস: উমেশ শুক্লার পরিচালনায় হাসি আর আবেগের এক পারিবারিক যাত্রা। আশুতোষ রানা, গুলশন গ্রোভার ও সঞ্জয় মিশ্র এই যাত্রাকে করবেন আরও রঙিন। এমন রঙিন যাত্রার সাক্ষী হতে পারবেন ৮ অগাস্ট।
-
কুলি: শ্রুতি হাসানের নেতৃত্বে আসছে এক নারীর সাহসিকতার কাহিনি। মধ্যবিত্ত জীবনের সংগ্রাম আর আত্মনির্ভরতার গল্পে ভরপুর এই ছবিটি এক আধুনিক অ্যাকশন ড্রামা। ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।
-
ওয়ার ২: হৃতিক রোশন বনাম জুনিয়র এনটিআর! এই যুদ্ধ যে শুধু অস্ত্রের নয়, তা বোঝা যাবে ক্লাইম্যাক্সেই। আন্তর্জাতিক মানের লোকেশন, স্পাই থ্রিলার ঘরানা এবং বড় বাজেটের এক ধুন্ধুমার আয়োজনের এই সিনেমাটি মুক্তি পাবে ১৪ অগাস্ট।
-
পরম সুন্দরী: পুরো মাসের শেষ ধামাকা পরম সুন্দরী। সমাজের বিধিনিষেধকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এক তরুণী কিভাবে নিজের স্বপ্নের পথে এগিয়ে যায়, তাই নিয়েই এই লাইট হোয়াটেড ফ্যামিলি ড্রামা। নারী-স্বনির্ভরতার গল্প এবার আসছে রঙিন আবেশে।