ফিল্মফেয়ার ফ্রেমে বিদ্যা, প্রতিটি লুকে এক নতুন বার্তা
বিশ বছর ধরে রুপালি পর্দায় তিনি শুধু অভিনয় করেননি, নির্ভীকভাবে ভেঙেছেন সৌন্দর্য আর নারীত্ব নিয়ে গড়ে ওঠা বহু স্টেরিওটাইপ। সেই বিদ্যা বালান এবার ভিন্ন লুকে পাঁচটি লুকে হাজির হয়েছেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে। প্রতিটি ছবি যেন কেবল স্টাইল স্টেটমেন্ট নয়, বরং একটি করে বার্তা-নিজের শরীর, চিন্তা ও স্বরকে ভালোবাসার সাহসী উচ্চারণ। কখনও হাই-ফ্যাশনের ছোঁয়া, কখনও মিনিমালিজম, আবার কখনও সাবলীল ক্যাজুয়াল; সবটুকু মিলিয়ে বিদ্যা যেন নিজেকেই উদযাপন করেছেন আত্মবিশ্বাস ও আত্মমর্যাদায়। এই শুটে বিদ্যা হাজির হয়েছেন পাঁচটি আলাদা লুকে-প্রতিটিই যেন তার জীবনের অভিজ্ঞতা, রুচি ও নিজস্ব স্টাইলকে তুলে ধরেছে আলাদা মাত্রায়। প্রতিটি পোশাক, সাজ ও ভঙ্গিমা মিলিয়ে যেন তিনি লিখেছেন নিজস্ব শক্তির ভাষ্য। ছবি: ফিল্মফেয়ারের ইনস্টাগ্রাম
-
এই ফটোশুটের সূচনাই হয়েছে এক অনন্য সাদা-কালো গাউনের লুকে বিদ্যার উপস্থিতিতে। ওয়ান-শোল্ডার ও হাই নেক ডিজাইনের এই পোশাকটি যেমন আধুনিক, তেমনি রয়েছে অতীতের রাজকীয় ছোঁয়া। ক্রিস্টেল অ্যাম্বেলিশমেন্ট আর ফ্লোর–লেংথ ফেব্রিক নিখুঁত করে তুলেছে পুরো লুকটিকে।
-
চোখে কাজল, ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপস্টিক, কানে মুক্তার দুল-সবকিছু মিলিয়ে বিদ্যার এই রূপ যেন ফিরে তাকায় ক্লাসিক হলিউড গ্ল্যামারের দিকে।
-
কালো লেইসি কোরসেটের সঙ্গে ধূসর প্যান্টস্যুট-এই কম্বিনেশনেই বিদ্যা হাজির হয়েছেন পরবর্তী লুকে। এখানে বিদ্যার স্টাইল যেন বলে দেয়, রূপ নয়, আসল সৌন্দর্য আত্মবিশ্বাসে।
-
সঙ্গে পরেছেন কালো হিল ও স্টেটমেন্ট কানের দুল। নিজের শারীরিক গড়ন ও আত্মপরিচয় নিয়ে সামাজিক ট্যাবু ও স্টেরিওটাইপ ভেঙে বিদ্যা যে নিজের জন্য জায়গা তৈরি করেছেন, তারই নিঃশব্দ অথচ দৃপ্ত ঘোষণা এই লুক।
-
রাইনস্টোন খচিত একটি ব্রোঞ্জ রঙের হাই-স্লিট গাউনে বিদ্যা যেন তুলে ধরেছেন নারীর সৌন্দর্য ও স্বাধীনতার নতুন সংজ্ঞা।
-
কোমরে গ্যাদার্ড ডিজাইন এবং মিনিমাল অ্যাকসেসরিজ, গোল্ড হুপ দুল ও একটি ব্রেসলেট-এই পোশাকটিকে করেছে একেবারে অভিনব।
-
ফ্যাশনের ভাষায় ডেনিম চিরকালীন। এই লুকে বিদ্যা পরেছেন একটি ক্যাজুয়াল ডেনিম ড্রেস, যার নিচে রয়েছে কালো টপ। ড্রেসটির কলার, পাশে থাকা পকেট আর মাঝখানের স্টাইলিশ স্লিট ডিজাইনটি পুরো লুককে দিয়েছে স্মার্টনেসের নতুন সংজ্ঞা।
-
সাদা হাই হিল, কপার-গোল্ড টোনের স্টেটমেন্ট জুয়েলারি ও চুলের স্বাভাবিক ভঙ্গি-সব মিলিয়ে এই বিদ্যা যেন রোজকার জীবনেও নারীর সাহসী সৌন্দর্যের প্রতিচ্ছবি।
-
এই ফটোশুটের সবচেয়ে তীক্ষ্ণ ও স্ট্রাইকিং লুক এটি। কালো স্ট্র্যাপলেস বডিকন গাউন। উপরের অংশটি লেদারে তৈরি, সঙ্গে কালো রিবনের ছোঁয়া। এই নিখুঁত ব্ল্যাক গাউনটির সঙ্গে তার স্মোকি আই মেকআপ, সুসজ্জিত ভ্রু, ন্যুড পিঙ্ক ঠোঁট ও খোলা চুল তৈরি করেছে এক চিরস্থায়ী ইম্প্রেশন। কানে ঝুলে থাকা স্টেটমেন্ট দুল যেন আবারও স্মরণ করিয়ে দেয় বিদ্যা শুধু অভিনয় নয়, তার স্টাইলও হয়ে উঠেছে এক ধরনের প্রতিবাদ ও প্রতিষ্ঠা।