সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে রুপালি পর্দা, তাপসী পান্নুর রঙিন যাত্রা
এক যুগেরও বেশি সময় ধরে বড় পর্দায় নিজের জাত চিনিয়ে চলেছেন তাপসী পান্নু। চরিত্র নির্বাচনে তার স্পষ্টতা, অভিনয়ে আত্মবিশ্বাস আর সাহসী পথচলা তাকে আলাদা করে তুলেছে বলিউড ও দক্ষিণি ইন্ডাস্ট্রিতে। ১ আগস্ট ছিল এই বলিষ্ঠ অভিনেত্রীর জন্মদিন। চলুন এক ঝলকে জেনে নেই তার জীবন ও ক্যারিয়ারের কিছু অজানা অধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৭ সালের ১ আগস্ট ভারতের রাজধানী দিল্লিতে তাপসীর জন্ম। পড়াশোনা শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তবে কেবল কোডিংয়ের মাঝেই যে নিজেকে আবিষ্কার করা সম্ভব নয়, তা বুঝতে দেরি হয়নি তার। এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর বদলে যায় জীবন। পা রাখেন মডেলিং জগতে।
-
অভিনয়ে তার যাত্রা শুরু হয় ২০১০ সালে, তেলেগু সিনেমা ‘ঝুমান্দি নাদাম’ দিয়ে। এরপর একে একে কাজ করেছেন তামিল, মালায়ালামসহ দক্ষিণ ভারতের নানা ভাষার ছবিতে। দক্ষিণে জনপ্রিয়তা পেয়েও বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার তাগিদে ফিরলেন হিন্দি ছবির জগতে।
-
তার বলিউড ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘পিংক’। সমাজের প্রচলিত ধারণার বিপরীতে দাঁড়িয়ে নারীর সম্মান আর সম্মতির বার্তা দেওয়া এই সিনেমায় তাপসীর সাহসী অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।
-
এরপর থেকে যেন একের পর এক বাস্তবধর্মী ও সামাজিক বার্তাবহ ছবিতে দেখা যেতে থাকে তাকে। ‘মূলক’, ‘থাপ্পড়’, ‘মনমর্জিয়া’, ‘মিশন মঙ্গল’, ‘সাণ্ড কি আঁখ’ প্রত্যেকটি সিনেমায় নিজের চরিত্রে ফুটিয়ে তুলেছেন জীবনের নানা বাস্তবতা।
-
খেলাধুলাপ্রেমী তাপসী কেবল চরিত্রে নয়, বাস্তব জীবনেও একসময় ক্রীড়াবিদ ছিলেন। খুব কম মানুষই জানেন, অভিনয়ে আসার আগেই তিনি ভারতের জাতীয় পর্যায়ের স্কোয়াশ খেলোয়াড় ছিলেন। সেই অভিজ্ঞতা তাকে আলাদা করে সাহায্য করেছে ‘সুরমা’ কিংবা ‘রেশমি রকেট’–এর মতো স্পোর্টস ড্রামায়।
-
তাপসীর অভিনয় জীবন নতুন মোড় নেয় নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ইরোটিক থ্রিলার ‘হাসিন দিলরুবা’ দিয়ে। সাহসী, আবেদনময়ী এবং রহস্যময় এক নারীর চরিত্রে তার অভিনয় সাড়া ফেলে দেয়। এরপর আসে এর সিকুয়েল আরও গভীর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
-
তবে এত অর্জনের পরও তাপসীকে ঘিরে বলিউডে একটি প্রচলিত ধারণা তিনি নাকি এখনো ‘প্রথম সারির নায়িকা’ হয়ে উঠতে পারেননি! এ নিয়ে নিজেও খুব স্পষ্ট মত দিয়েছেন অভিনেত্রী।
-
এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি বহিরাগত, তাই হয়তো বলিউড আমাকে পুরোপুরি আপন করে নেয়নি। কিন্তু এতে আমি বিচলিত নই। আমি তো কাউকে নকল করে বাঁচতে আসিনি। নিজের মতো করেই জীবনযাপন করতে চাই।’
-
পারিশ্রমিক বা খ্যাতির দৌড়ে প্রথম হওয়াটা তার লক্ষ্য নয়। তাপসী বলেন, ‘জীবন ছোট। তাই সেটিকে আমার মতো করেই বাঁচতে চাই।’
-
তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের কমতি নেই অনুরাগীদের। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো–এর সঙ্গে গোপনে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তা স্বীকার করেন তিনি। বলেন, ‘আমি চাই না আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জনসমক্ষে আলোচনা হোক। এই সম্পর্ক ও বিয়েটা আমার নিজের জায়গায় রেখে দিতে চাই।’
-
সবশেষ তাপসীকে দেখা গেছে ‘খেল খেল ম্যায়’ সিনেমায়। জানা গেছে, চলতি বছর তার অভিনীত আরও তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
-
তাপসী পান্নুকে গণ্ডির মধ্যে বাঁধা যায় না।
-
কখনো প্রতিবাদী, কখনো প্রেমিকা, কখনো খেলোয়াড়-প্রতিটি চরিত্রেই তিনি নিজের আলাদা সত্তাকে তুলে ধরেন। অভিনয় তার জন্য কেবল ক্যারিয়ার নয়, আত্মপ্রকাশের মাধ্যম।